জল্পনা আগেই ছিল। সেই মতো রতন টাটার প্রয়াণের পর টাটা ট্রাস্টের প্রধান হিসেবে নিযুক্ত হলেন তাঁর সৎ ভাই নোয়েল টাটা। এমনই দাবি করা হচ্ছে সিএনবিসি টিভি ১৮-এর রিপোর্টে। প্রয়াত হলেন শিল্পপতি এবং টাটা সন্সের চেয়ারম্যান এমেরিটাস রতন টাটা। বুধবার রাতে ৮৬ বছর বয়সে তিনি প্রয়াত হন। হঠাৎ রক্তচাপ কমে যাওয়ায় সোমবার তাঁকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে ইন্টেনসিভ কেয়ার ইউনিটে রাখা হয়েছিল। টাটা গোষ্ঠীতে রতন টাটার ছেড়ে যাওয়া সিংহাসনে কে বসবেন? কিংবদন্তি এই শিল্পপতির উত্তরসূরি কে হবেন? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সব মহলে। উঠে আসছে কয়েকটি নাম। টাটা গ্রুপের এক্স হ্যান্ডেলে রতন টাটার প্রয়াণের বিষয়ে জানিয়েছে টাটা পরিবার। একটি বিবৃতিতে বলা হয়েছে, “তিনি আর আমাদের সঙ্গে নেই। তাঁর নম্রতা, উদারতা এবং উদ্দেশ্যের উত্তরাধিকার ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।” এই অবস্থায় যাঁর নাম এখন দৌড়ে সবার আগে রয়েছে তিনি নোয়েল টাটা। সম্পর্কে রতন টাটার সৎ ভাই। টাটা সন্সের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, নোয়েল নাভাল টাটা গ্রুপের সঙ্গে অন্তত চার দশক ধরে জুড়ে রয়েছেন। এখন একাধিক টাটা সংস্থার বোর্ডে রয়েছেন। ট্রেন্ট, টাটা ইন্টারন্যাশনাল লিমিটেড, ভোলটাস এবং টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান পদে রয়েছেন। টাটা স্টিল ও টাইটানের ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন। বোর্ড অফ রতন টাটা ট্রাস্ট এবং স্যর দোরাবজি টাটা ট্রাস্টের ট্রাস্টি হিসেবেও দায়িত্ব সামলাচ্ছেন তিনি। ব্রিটেনের সাসেক্স ইউনিভার্সিটি থেকে স্নাতক হন নোয়েল। পরে ফ্রান্স থেকে ইন্টারন্যাশনাল এক্সিকিউটিভ প্রোগ্রাম সম্পন্ন করেছেন। নোয়েল টাটা একজন আইরিশ নাগরিক। বিয়ে করেছেন পালোনজি মিস্ত্রির কন্যাকে। তিন সন্তানও আছে তাঁদের।
বাংলাদেশ শীঘ্রই সামরিক বাহিনী ক্ষমতা দখল করতে পারে , সেনাবাহিনী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মুহাম্মদ ইউনূসকে অপসারণ করে ক্ষমতা গ্রহণের সম্ভাবনা...
Read more
Discussion about this post