ফেসবুক কভারে জ্বলজ্বল করছে ‘তিলোত্তমার বিচার চাই, দোষীদের ফাঁসি চাই।’ এবার সেই আর জি কর মেডিক্যাল কলেজের ঘটনাতেই সিবিআই দফতরে হাজিরা দিতে হল পানিহাটির বিধায়ক নির্মল ঘোষকে। আরজি করের তরুণী চিকিৎসককে দাহ করা সময় শ্মশানঘাটে উপস্থিত থাকতে দেখা গিয়েছিল রাজ্যের শাসকদলের এই দাপুটে বিধায়ককে। আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুন কাণ্ডে তোলপাড় পরিস্থিতি এখনও বহাল। এবার সিবিআই ডেকে পাঠিয়েছিল পানিহাটির তৃণমূল বিধায়কে। এই দেহ দাহের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ। এমনই বেশ কিছু ছবি আগেই সিবিআই এর হাতে এসে পৌঁছেছিল। তখন থেকেই সিবিআই এর নজরে ছিলেন তৃণমূল নেতা নির্মল ঘোষ। কী কারণে দেহ সৎকারে স্থানীয় বিধায়ক নির্মল ঘোষের এত তৎপরতা? এই প্রশ্নে তখন থেকেই কেন্দ্রীয় তদন্তকারীদের নজরে ছিলেন তিনি। এনিয়ে বার বার ঘোলা থানার আইসিকেও তলব করা হয়েছিল। কিন্তু তিনি গরহাজির ছিলেন। এর পর একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়। এমনকী সেদিনের ভিডিও ফুটেজে শ্মশানের ছবি দেখেন সিবিআই আধিকারিকরা। সিবিআই দফতরে ঢোকার আগে সংবাদমাধ্যমে নির্মল ঘোষ জানিয়েছেন, তাঁর কিছু নথি জমা দেওয়ার আগে সেই কারণেই তিনি এসেছেন। পাশাপাশি সিবিআই অফিসারদের সঙ্গে তাঁর কথাও হয়েছে। গতকাল রবিবার পানিহাটি শ্মশানের ডোমদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। দীর্ঘ সময় তাদের সঙ্গে কথা বলেন সিবিআই আধিকারিকরা। পানিহাটি শ্মশানে নির্যাতিতার মৃতদেহ দাহ করা হয়েছিল। পুলিশ সেই সময় ঘিরে রেখেছিল শ্মশান এলাকা। বাইরের লোকজনকে যাতায়াত করতে দেওয়া হচ্ছিল না রাস্তা দিয়ে। এই মামলায় প্রথম থেকে সিবিআই-এর তরফ থেকে দাবি করা হয়েছে, গোটা ঘটনার পিছনে বড় ষড়যন্ত্র কাজ করেছে। টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকেও গ্রেফতার করেছে সিবিআই। তাঁর কাছ থেকেও বেশ কিছু তথ্য উঠে এসেছে। জানিয়ে রাখি, ঘটনার দিন আরজি কর থেকে সংবাদমাধ্যমকে নির্মল বলেছিলেন, ‘‘আমাদের লক্ষ্য মূল অপরাধীকে ধরা। সকলে তার জন্য চেষ্টা করছেন। সিপি-সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা এসেছেন। প্রশাসনিক কর্তারাও আছেন। একটি নৃশংস ঘটনা ঘটেছে। কর্তব্যরত চিকিৎসককে নৃশংস ভাবে খুন করা হয়েছে। বিচার সুনিশ্চিত করার জন্য আমাদের তরফ থেকে যা করার করছি। ক্যামেরার সামনেই যা হওয়ার হচ্ছে।’’
দু’দিনের ভারত সফরে এসেছেন আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভান। এই সফরে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠকের...
Read more
Discussion about this post