বৃষ্টির সম্ভাবনা বাংলায়। দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলা আকাশ। সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। শনিবারেও দক্ষিণবঙ্গের আট জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে দার্জিলিং ও কালিম্পং এ হালকা বৃষ্টি শুক্র ও শনিবার।
সুস্পষ্ট নিম্নচাপ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় এর অবস্থান। উত্তর-পশ্চিম দিকে এগিয়ে এটি আজ স্থলভাগে প্রবেশ করবে। এই নিম্নচাপের অভিমুখ উত্তর তামিলনাডু এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে। এর ফলে তুষারপাতের সম্ভাবনা উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। জেড স্ট্রীম উইন্ড রয়েছে উত্তর পশ্চিম ভারতে। ঘূর্ণাবর্ত থাকবে বাংলাদেশ ও রাজস্থান সংলগ্ন এলাকায়।
দক্ষিণবঙ্গে স্বাভাবিকের ওপরে তাপমাত্রা। শনিবার পর্যন্ত তাপমাত্রা একই রকম থাকবে। শীতের আমেজ সাময়িক বিরতি নিয়েছে। সারাদিন আংশিক মেঘলা আকাশ। শুক্র ও শনিবার জেলাগুলিতে মূলত মেঘলা আকাশের সম্ভাবনা। আজ শুক্রবার মেঘলা আকাশ ও বৃষ্টির পূর্বাভাস।দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সকালের দিকে হালকা ধোঁয়াশা কুয়াশা থাকতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে খুব হালকা বৃষ্টি হবে, ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলাতে।
কাল শনিবার হালকা বৃষ্টির সম্ভাবনা কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও নদীয়া জেলাতে।
আজ কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে। কুয়াশার সম্ভাবনা বেশি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলাতে।
উত্তরবঙ্গে হালকা তুষারপাতের সম্ভাবনা দার্জিলিং এর উঁচু পার্বত্য এলাকায়। প্রবেশ করেছে পশ্চিমী ঝঞ্ঝা। হালকা তুষারপাতের খুব সামান্য সম্ভাবনা কালিম্পং এর উঁচু পার্বত্য এলাকায়। সিকিমে তুষারপাতের প্রভাব পড়বে দার্জিলিং সহ-সংলগ্ন এলাকায়। শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পং পার্বত্য এলাকাতেই বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার ও শনিবার মেঘলা আকাশ ও বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি হতে পারে হালকা কোথাও খুব হালকা।
কলকাতায় বিক্ষিপ্তভাবে আংশিক মেঘলা আকাশ। শুক্র ও শনিবার মেঘলা আকাশ। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কলকাতার শীতে সাময়িক ধাক্কা।
কলকাতার রাতের তাপমাত্রা ১৫.৯ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪২ থেকে ৯৫ শতাংশ।
Discussion about this post