দীপাবলির পরেই ‘লক্ষ্মী এল ঘরে’। বাবা হলেন কাঞ্চন মল্লিক। মা হলেন শ্রীময়ী চট্টরাজ। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন সেই সুখবর। রবিবার নিজের প্রোফাইলে চারটি ছবি পোস্ট করেন শ্রীময়ী। অন্তঃসত্ত্বা অবস্থায় তোলা চারটি ছবি। বাড়ির পোশাকেই অভিনেত্রী, তবে মুখে স্পষ্ট ‘প্রেগন্যান্সি গ্লো’। ছবির ক্যাপশনে লেখেন, ‘একটা লম্বা সফর ছিল… ৯ মাসের সফর। একাধিক মানসিক ও শারীরিক চড়াই উতরাইয়ের সফর, এমন এক সফর যেখানে আমার ভিতর একটা ছোট্ট প্রাণ প্রায়ই লাথি মারত এবং সেটা একটা আশীর্বাদ… অবশেষে দীর্ঘ দিনের অপেক্ষার পর, আমার পরী এসে গিয়েছে এবং ওকে দেখে আমি বুঝেছি সমস্ত ব্যথা, সমস্ত আবেগ অত্যন্ত মূল্যবান।’অভিনেতা-বিধায়ক কাঞ্চন মেয়ের নাম রেখেছেন ‘কৃষভি’। সন্তান হওয়ার খবর দিয়ে সোশ্যাল মিডিয়ায় কাঞ্চন লিখেছিলেন, ‘এই শুভ মুহূর্তে, আমরা আমাদের জীবনের সবচেয়ে ভাল খবরটা দিতে চাই। আমরা এখন ৩ জনের পরিবার। আমাদের ছোট্ট মেয়ে কৃষভিকে আশীর্বাদ করবেন। মিস্টার অ্যান্ড মিসেস মৌলিক’।এখন ক’দিন হাসপাতালেই শ্রীময়ী। তবে, স্বামীর কর্তব্য পালনে ত্রুটি রাখছেন না বিধায়ক-অভিনেতা।যদিও সদ্যোজাতের মুখ দেখাননি। তবে সন্তান জন্মের পরের সময়টা যে হেসে খেলে কাটছে তাঁদের এই ছবি তাঁর প্রমাণ। একে অপরের দিকে চুমু ছুঁড়ে দিচ্ছেন। তবে কাঞ্চন একা নয় শ্রীময়ী ও মেয়ের দেখভাল করার জন্য সঙ্গে রয়েছেন শ্রীময়ীর বোনও।
বঙ্গোপসাগরে ব্রহ্মোসের গর্জন। সোমবার ভারতীয় সেনা সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মসের পরীক্ষা চালিয়েছে। ভারতীয় সেনার ব্রহ্মস ইউনিটে দক্ষিণ কম্যান্ড এবং তিন...
Read more












Discussion about this post