অক্টোবর শুরু হয়ে গিয়েছে। এই মাসটি উৎসবে পূর্ণ ৷ কারণ, দুর্গাপুজো, নবরাত্রি থেকে দশেরা পর্যন্ত সপ্তাহজুড়ে এবং তারপরে দীপাবলিও এই মাসে শুরু হবে। এমন পরিস্থিতিতে অক্টোবর মাসে কত দিন মদের দোকান বন্ধ থাকবে জেনে নিন। পুজোর আগেই মদ কিনে রাখতে হবে। তা না হলে দোকানে আর মিলবে না মদের বোতল। অক্টোবর মাসে একাধিক দিন মদের দোকান ও বার বন্ধ থাকায় চিন্তায় গ্রাহকরা। পুজোর সময় রাজ্যে মদের বিক্রি অনেক অংশে বেড়ে যায়। ফলে এই বছর ড্রাই ডের সংখ্যা বেশি নিয়ে সমস্যায় মদ ব্যবসায়ীরাও। এই মাসে একাধিক গুরুত্বপূর্ণ উপলক্ষের জন্য এত সংখ্যক ড্রাই ডে রয়েছে। জানা গিয়েছে, এই অক্টোবর এবং পরের মাস নভেম্বর জুড়ে টানা ছ’দিন মদের দোকান বন্ধ থাকবে। গত ১৯ সেপ্টেম্বর এক্সাইজ ডিপার্টমেন্ট একটি অর্ডার পাস করেছে, যাতে এই দিনগুলিতে কেন মদের দোকান বন্ধ থাকছে, তা বলা হয়েছে। আপাতত, জেনে নেওয়া যাক, কবে কবে বন্ধ মদের দোকান। ২ অক্টোবর গান্ধী জয়ন্তী, তাই ড্রাই ডে। এ ছাড়াও মদের দোকান বন্ধ আগামী ১২ অক্টোবর, ১৭ অক্টোবর, ৩১ অক্টোবর, ১৫ নভেম্বর, এবং ২৪ নভেম্বর। তবে এই বিধিনিষেধ মূলত রাজধানী দিল্লির জন্যই। রাজধানী দিল্লিতে এই ছ’দিন টানা বন্ধ থাকবে মদের দোকান।
বাংলাদেশ শীঘ্রই সামরিক বাহিনী ক্ষমতা দখল করতে পারে , সেনাবাহিনী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মুহাম্মদ ইউনূসকে অপসারণ করে ক্ষমতা গ্রহণের সম্ভাবনা...
Read more
Discussion about this post