মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। আজ, বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছে ঝাড়খণ্ডের মনোনয়ন জমা দেওয়ার কাজ। মহারাষ্ট্রের মনোনয়ন জমা দেওয়া শুরু হবে আগামী মঙ্গলবার থেকে। হাতে সময় অত্যন্ত কম। তাই আসন ভাগাভাগি নিয়ে শরিকদের দ্রুত বোঝাপড়া করতে চায় কংগ্রেস। দুই রাজ্যেই বিজেপি বিরোধী ‘ইন্ডিয়া’ জোটেই লড়বে রাহুল গান্ধীর দল। লক্ষ্য একটাই। বিজেপিকে আটকানো। এদিকে বৃহস্পতিবার বাল্মীকি জয়ন্তী উপলক্ষ্যে মন্দির মার্গের বাল্মীকি মন্দিরে পুজো দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। এদিন সকালে ওই মন্দিরে গিয়ে প্রার্থনা করেন লোকসভার বিরোধী দলনেতা। কংগ্রেসের তরফে সেই ছবি পোস্ট করা হয় সোশ্যাল মিডিয়ায়। এই মন্দিরের একটি কক্ষে টানা ২০০ দিন কাটিয়ে ছিলেন মহাত্মা গান্ধী। সেই ঘরটিকে ঘুরিয়ে দেখানো হয় রাহুলকে। যদিও দলের দাবি, মহর্ষি বাল্মীকির জন্মদিনে শ্রদ্ধা জানাতেই রাহুল মন্দিরে গিয়েছেন। যদিও বিশ্লেষকদের মতে, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নেতা-মন্ত্রীদের দেবদর্শন, পূজাপাঠ রাজনৈতিক এজেন্ডারই একটা অংশ। তাই মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে ভোটের আগে রাহুলের বাল্মীকি ভক্তি তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। কারন গত এক দশক ধরেই বাল্মীকিরা ‘বিজেপির ভোটব্যাঙ্ক’ হিসাবে চিহ্নিত। সেই সমর্থন পেতেই রাহুলের এই তৎপরতা বলে মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকরা। তা ছাড়া, হিন্দিবলয় এবং পশ্চিম ভারতে দলিতদের অন্যতম বড় উপগোষ্ঠী হল বাল্মীকি সম্প্রদায়। রাহুলের এই ভক্তি বাল্মিকি সম্প্রদায়ের ভোট টানতে সমর্থন হবে বলে মনে করা হচ্ছে।
পৌষেও বৃষ্টির ভ্রুকুটি! সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা বাংলায়। পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনাও জারি। পশ্চিমী ঝঞ্ঝার পরোক্ষ প্রভাবে এই বৃষ্টি ও তুষারপাত।...
Read more
Discussion about this post