ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট। ভারতীয় নাগরিকত্ব আইনের ৬-এ ধারার সাংবিধানিক বৈধতা মানল সর্বোচ্চ আদালত। বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে পাঁচ বিচারপতির সংবিধান বেঞ্চ এই যুগান্তকারী রায় ঘোষণা করেন। ১৯৬৬ সালের ১ জানুয়ারি থেকে ১৯৭১ সালে ২৫ মার্চ পর্যন্ত যাঁরা ভারতে প্রবেশ করেছেন তাঁরা ভারতীয় নাগরিকত্ব পাওয়ার যোগ্য বিবেচিত হবেন। এই রায়ে একমত দিয়েছেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি এমএম সুন্দ্রেশ এবং বিচারপতি মনোজ মিশ্র। অন্যদিকে, ৬-এ ধারাকে ‘অসাংবিধানিক’ বলে অ্যাখ্যা দিয়েছেন বিচারপতি জেবি পারদিওয়ালা। সুপ্রিম কোর্টের নির্দেশ, অসমে অবৈধ বাংলাদেশিদের চিহ্নিত করতে হবে। অসমের তৎকালীন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল এনআরসি নিয়ে যে নির্দেশ দিয়েছিলেন তা যেন কার্যকর করা হয়, তা নিশ্চিত করতে হবে। একইসঙ্গে এই গোটা প্রক্রিয়াটি সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে সম্পন্ন হবে বলেও জানিয়েছেন বিচারপতিরা। প্রসঙ্গত, নাগরিকত্ব আইন ১৯৫৫-এর ৬-এ ধারাকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হয়েছিল। সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ তার শুনানি করে রায় ঘোষণা করেন। আদালত জানায়, অসমে ৪০ লক্ষ এবং পশ্চিমবঙ্গে ৫৬ লক্ষ অভিবাসী রয়েছে। তবে আসামে এর প্রভাব বেশি। তাই আসামকে আলাদা করা বৈধ।
বাংলাদেশের পলাতক সাংবাদিক ইলিয়াস হোসেন সম্প্রতি এক ফেসবুক পোস্টে মেজর সুমন আহমেদ এর উদ্ধৃতি দিয়ে প্রশ্ন তুলেছেন, ভারত কি বাংলাদেশ...
Read more
Discussion about this post