অসাধারণ প্রত্যাবর্তন। তবে কিউই ব্যাটারদের কাছে হয়ে দাঁড়ালেন’ ভয়ঙ্কর’ সুন্দর ।দীর্ঘ প্রায় সাড়ে তিন বছর পরে টেস্ট ক্রিকেট খেলার সুযোগ পেলেন ।যেন সাড়ে তিন বছরের হিসাব ৬১ বলেই পূর্ণ করে দিলেন ।প্রথম সেশনেও বোলিং করেছেন। ইনিংসের পরিসংখ্যান বলছে ২৩.১ ওভারে ৪টি মেডেন সহ ৫৯ রান দিয়ে ৭ উইকেট নিয়েছেন ওয়াশিংটন সুন্দর। পরিসংখ্যান বলছে এই সাত উইকেট একই স্পেলে । তাঁর সৌজন্যে ২৫৯ রানেই শেষ নিউজিল্যান্ডের প্রথম ইনিংস। চা বিরতির আগে জোড়া ধাক্কা দিয়েছিলেন ওয়াশিংটন। সেখান থেকে ঘুরে তাকাতে হয়নি। একের পর এক উইকেট ।টেস্ট ক্যারিয়ার প্রথম ফাইফার পূর্ণ করেন প্রত্যাবর্তন ম্যাচেই ।শেষবার ২০২১ সালে আমেদাবাদ ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্ট খেলেছিলেন ।প্রথমে ইনিংসে নিয়েছিলেন ১ উইকেট। দ্বিতীয় ইনিংসে অশ্বিন ও অক্ষর পাঁচটি করে উইকেট নেন ।ফলে তাঁর ঝুলি ছিল। শূন্য ।২০২১ এর আমেদাবাদ থেকে ২০২৪ এর পুনে ।প্রথম ইনিংসের টানা ৬১ বলের স্পেলে ২০রান দিয়ে সাত উইকেট ।বাকি তিন উইকেট অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের ঝুলিতে। বেঙ্গালুরু তো স্পিনার সামান্য সাহায্য পেয়েছেন ।অবলীলায় খেলেছিলেন কিউই ব্যাটাররা। তবে সুন্দরের জবাব নেই । বাঁ হাতি ব্যাটাররা অফ স্পিন সামলাতে হিমসিম খান। ডান হাতি ব্যাটারদের ও একই সমস্যায় ফেললেন । বেশিরভাগ সময়ই অফ মেডিকেল স্টাম্পে বোলিং করে গেলেন ছাড়ার কোন উপায় নেই এমনকি ডানহাতি ব্যাটারকে রাউন্ড দা উইকেটে বোলিং করেন। অফ স্টাম্পের বাইরে থেকে হালকা টার্নে বোল্ড। পুনের প্রথম ইনিংস ভারতের কাছে শুধু সুন্দর। তবে নিউজিল্যান্ডের কাছে ভয়ংকর সুন্দর।
রিষভ পন্থ যখন মাঝমাঠে থাকে, তখন কারও পক্ষে গম্ভীর মেজাজে থাকা কঠিন। পার্থে বর্ডার-গাভস্কর ট্রফি শুরুর আগে ভারতীয় ক্রিকেট দলের...
Read more
Discussion about this post