চোট পুরোপুরি না সারায় বর্ডার গাভাস্কার ট্রফি থেকে বাদ পড়তে হয়েছে মহম্দদ শামিকে।২০২৩ বিশ্বকাপের পর থেকে মাঠের বাইরে তিনি ।শামি নিজে দাবি করেছিলেন,” কোনরকম যন্ত্রণা ছাড়া বল করতে পারছেন “।কিন্তু দীর্ঘদিন মাঠের বাইরে থাকা শামিকেকে অস্ট্রেলিয়া নিয়ে যাওয়ার ঝুঁকি ম্যানেজমেন্ট নেয়নি। বহু প্রতীক্ষিত অস্ট্রেলিয়া সিরিজে খেলার সুযোগ না পেয়ে প্রথমবার মুখ খুললেন ভারতীয় পেসার। সোশ্যাল মিডিয়া নিজের অনুশীলনের ভিডিও পোস্ট করে শামি বুঝিয়ে দিলেন তিনি ফিট হয়ে উঠছেন এবং দ্রুত ঘরোয়া ক্রিকেটে ফিরবেন। এরপর সোশ্যাল মিডিয়া পোস্ট করা বার্তায় শামি বললেন, “প্রতিদিন বোলিং করার জন্য পুরোপুরি ফিট হয়ে ওঠার চেষ্টায় নিজের সেরাটা দিচ্ছি। দ্রুত লাল বলের ঘরোয়া ক্রিকেট খেলার জন্য এইভাবেই পরিশ্রম করে যাব”। এরপরই বর্ডার গাভাস্কার ট্রফির আগে ফিট হয়ে উঠতে না পারার জন্য বিসিসি এর কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন শামি। ক্ষমা চেয়েছেন সমর্থকদের উদ্দেশ্য। আর বার্তা ,”আমি ক্রিকেট সমর্থক এবং বোর্ডের কাছে দুঃখ প্রকাশ করতে চাই। দ্রুত লাল বলের ক্রিকেট খেলার জন্য ফিট হয়ে উঠবো”। সূত্রের খবর, বাংলার হয়ে রঞ্জিত ট্রফির গ্রুপ পর্বের অন্তত গোটা দুয়েক ম্যাচ খেলতে পারেন শামি। নভেম্বরের শুরুতে কর্নাটকের বিরুদ্ধে ম্যাচ দিয়ে প্রত্যাবর্তন হতে পারে তাঁর। ওদিকে বোর্ডের সূত্রের খবর ঘরোয়া ক্রিকেট খেলে শামি ফিটনেস প্রমাণ করতে পারেন তবে শেষ মুহূর্তে শামিকে অস্ট্রেলিয়াগামী বিমানে তুলে দেওয়া হতে পারে।
আইপিএলের মেগা নিলাম বাকি হাতেগোনা কয়েকটি দিন . দল তৈরি করতে নিজেদের মতো পরিকল্পনা সাজাচ্ছে ফ্র্যাঞ্চাইজি গুলি। জল্পনা রয়েছে ক্রিকেট...
Read more
Discussion about this post