দূর্গা পূজোর আগেও বৃষ্টির পূর্বাভাস দিয়ে ছিল হাওয়া অফিস। তবে সেই সময় দুর্যোগের পরিস্থিতি না হলেও হালকা বৃষ্টিতে ভিজেছিলো জেলা গুলি। এবার কালীপুজোতেও বৃষ্টির হাত থেকে মিলবে না রেহাই। চলতি মাসের শেষে আবারও ঝড়বৃষ্টির পূর্বাভাস। উৎসবের মরশুমে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রাজ্যের একাধিক জেলায়। যদিও ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। তাই কোথাও সতর্কতা জারি করা হয়নি। একটানা বৃষ্টির জেরে কিছুটা পন্ডো হতে পারে দীপাবলির আনন্দ।
আজ, থেকে পয়লা নভেম্বর শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে কোথাও কোথাও। তবে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে।
কালীপুজোর দিন, বৃহস্পতিবার কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা একেবারেই নেই। বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।
আজ উত্তরবঙ্গের জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের সব জেলায় ৪ নভেম্বর, আগামী সোমবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
কালীপুজো ও দীপাবলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভাইফোঁটাতে মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে রাজ্যে। উইকেন্ড থেকেই আবহাওয়ার পরিবর্তন হবে। রাজ্য জুড়ে শুষ্ক আবহাওয়া। পার্বত্য কয়েকটি জেলা ছাড়া বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই।
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। দিনভর আংশিক মেঘলা আকাশ থাকবে। আর্দ্রতাজনিত অস্বস্তিও সামান্য অনুভূত হবে। পয়লা নভেম্বরের পর থেকে শুষ্ক আবহাওয়া ফিরবে গোটা বাংলায়।
Discussion about this post