বৃন্দাবনের ঐতিহাসিক বাঁকেবিহারী মন্দিরে সম্প্রতি একটি ভাইরাল ভিডিও নতুন বিতর্কের জন্ম দিয়েছে। ভিডিওতে দেখা গেছে, ভক্তরা মন্দিরের দেওয়ালের হাতির-মূর্তি দিয়ে জল পড়ছে। আর আম জনতা সেই জল চরনামৃত ভেবে পান করছে। রীতিমতো হুড়োহুড়ি করে সেই জলপান করার দৃশ্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে সেই জল আসলে এসির জল বলে জানা গিয়েছে। এই জলপানের ফলে বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিতে পারে বলে দাবি বিশেষজ্ঞদের। মথুরার বাঁকে বিহারী মন্দিরের নাম জগৎ জোড়া। বিশ্বের নানান প্রান্ত থেকে উত্তর প্রদেশের এই মন্দিরে অগণিত মানুষের ভিড় হয়। মন্দিরের ওই অংশে হাতির আদলের কারুকার্যের থেকে পড়া জলের বিন্দু কোনও ভক্ত কাগজের কাপে সংগ্রহ করছেন, কেউ আবার হাতের তালুতে নিয়েই মুখে নিয়ে নিচ্ছেন। এই জল পেয়ে তাঁরা বেশ খুশি। তাঁরা মনে করছেন এই দল আসলে পবিত্র চরণামৃত। যা সেই জায়গা দিয়ে এসে পড়ছে। পরে জানা যায় হাতির ভাস্কর্য থেকে আসা জল আসলে শীততাপ নিয়ন্ত্রিত মেশিনের। যা সুন্দর কারুকার্যের মাধ্যমে ওই হাতির মুখ দিয়ে পড়ছে।ভাইরাল ভিডিওতে শোনা যায় এক ব্যক্তি সকল ভক্তদের বলছেন, ওই জল এসির জল। কোনও চরণামৃত নয়। তারপরেও অনেকে তা পান করেন এবং মাথায় ছিটিয়ে নিচ্ছেন।ভিডিওটি ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা নানান প্রশ্ন তুলেছেন। একজন লেখেন, ‘বিজ্ঞান চেতনাহীন মন সব সময় কুসংস্কার, ঘৃণা এবং বিভাজনের জন্ম দেয়। যা গণতন্ত্রের জন্য খুবই ক্ষতিকর।’ আবার কেউ লেখেন, ‘১০০ ভাগ শিক্ষার প্রয়োজন।’ অন্য একজন লেখেন, ‘বোকার মতো কাজ করছে মানুষ।’
সাতসকালেই ঘটে গেল ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। হায়দরাবাদে বেলাইন হয়ে গেল পণ্যবাহী ট্রেনের একাধিক কামরা। ঘটনাটি ঘটেছে হায়দারাবাদের পেদ্দাপালি এবং রামাগুন্ডমের...
Read more
Discussion about this post