মঙ্গলবারের পর বুধবারও হল না আরজি কর মামলার শুনানি। সকালে এই মামলা শোনার কথা থাকলেও শেষে পিছিয়ে তা বিকেল ৩টেয় করা হয়। নির্ধারিত সময়ে মামলা উঠলেও শুনানি হয়নি। আদালতের তরফে জানানো হয়, বৃহস্পতিবার দুপুর দুটোয় এই মামলা শুনবে শীর্ষ আদালত। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জানিয়েছেন, কাল সিবিআই-এর স্টেটাস রিপোর্ট দেখবেন তিনি। এর আগে, মঙ্গলবার আর জি কর মামলার শুনানি ছিল। কিন্তু একাধিক মামলার শুনানি করতে গিয়ে দেরি হয়ে যায়। দুপুরে আবার রাষ্ট্রপতি ভবনে দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাতের কথা ছিল প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের। তাই যথেষ্ট সময় না থাকার জন্য গতকাল শুনানি হয়নি। বুধবার শুনানি হবে বলে জানানো হয়। কিন্তু আজও শুনানি হল না। আগের শুনানিতে হাসপাতাল বা শিক্ষা প্রতিষ্ঠানের মতো জায়গায় সিভিক ভলান্টিয়ার দিয়ে নিরাপত্তার দায়িত্ব সামলানোর বিষয়ে সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়েছিল রাজ্য সরকার। সিভিক ভলান্টিয়ারের নিয়োগ, তাঁদের বেতন ইত্যাদি সম্পর্কিত ছ’টি প্রশ্নের উত্তর তলব করেছিল প্রধান বিচারপতির বেঞ্চ। সেই প্রশ্নগুলির জবাব মঙ্গলবার হলফনামা আকারে জমা দেওয়ার কথা ছিল রাজ্যের। সেই নির্দেশ মেনেই নির্ধারিত শুনানি শুরুর আগের দিন, মঙ্গলবারই হলফনামা আকারে সিভিক ভলান্টিয়ার সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ তথ্য জমাও দিয়েছে রাজ্য। যদিও আজ আদালত বসলেও প্রথমে আরজি কর মামলাটি প্রধান বিচারপতির বেঞ্চে ওঠেনি৷ সুপ্রিম কোর্ট সূত্রে খবর, প্রধান বিচারপতির বেঞ্চে আজকে যে যে মামলা ওঠার কথা, সেই তালিকায় ৩৪ নম্বরে রয়েছে আরজি কর মামলা৷ ফলে আজও কখন আরজি কর মামলার সওয়াল জবাব শুরু হয়, সেদিকেই নজর ছিল সংশ্লিষ্ট সবপক্ষের৷ কিন্তু শেষ পর্যন্ত বেঞ্চ পর্যন্ত পৌঁছালোই না মামলাটি।
আর জি কর কাণ্ডে সরাসরি গর্জে উঠেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দোষীদের এনকাউন্টারের নিদান দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কিন্তু এই বিষয়ে...
Read more
Discussion about this post