আমডাঙার প্রাক্তন সিপিএম বিধায়ক আবদুস সাত্তার এবার জোড়াফুলে। সাত্তার সাহেব অবশ্য এখনই তৃণমূলের দলীয় পতাকা হাতে তোলেননি। বরং তাঁকে প্রশাসনিক পদে রাজনৈতিক ভাবে নিয়োগ করা হয়েছে। সংখ্যালঘুদের উন্নয়নের বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টা হিসাবে সাত্তারকে নিয়োগ করল নবান্ন। যে সিপিএমকে সরিয়ে আজ বাংলার মসনদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসীন সেখানে বামফ্রন্ট সরকারের জমানার মন্ত্রীকে প্রশাসনিক পদে বসানো এককথায় নজিরবিহীন। সাত্তার সাহেব কিন্তু এখনই তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা হাতে তোলেননি। তার পরও তাঁকে প্রশাসনিক পদে রাজনৈতিকভাবে নিয়োগ করা হয়েছে। সামনেই রাজ্যের ৬ বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন রয়েছে। ভোট হবে নৈহাটি সহ একাধিক গুরুত্বপূর্ণ আসনে। তাৎপর্যপূর্ণ ভাবে নৈহাটি বিধানসভা সংলগ্ন গুরুত্বপূর্ণ একটা এলাকা আমডাঙা। যেখানে এখনও আবদুস সাত্তারের বড় ভূমিকা আছে বলে মত রাজনৈতিকমহলের। আর সেই কারণে ভোটের মুখেই প্রাক্তন বাম বিধায়ককে প্রশাসনিক বড় পদ দেওয়া হল বলেই মনে করা হচ্ছে। শুধু তাই নয়, ভোট মিটলেই সরকারি ভাবে তৃণমূলে সাত্তার যোগ দেবেন বলেও খবর। আর এই প্রসঙ্গে তীব্র আক্রমণ শানিয়েছেন শুভেন্দু অধিকারী। নিজের এক্স হ্যান্ডেলে সেই বিজ্ঞপ্তি পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাতে তিনি লেখেন, “ফিশ ফ্রাই পলিটিক্স” এর মতো গন্ধ। সনাতনি ভোট বিভক্ত করার জন্য এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে ১২টি সংসদীয় আসনে বিজয়ী হতে সাহায্য করার জন্য এবং ইচ্ছাকৃতভাবে ভুল নির্দেশ করে আরজি কর মামলায় স্বতঃস্ফূর্ত জন আন্দোলনকে লাইনচ্যুত করে রাজ্য সরকারকে দমবন্ধকর পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সাহায্য করার জন্য, মমতা বন্দ্যোপাধ্যায় ডা. আবদুস সাত্তারকে নিয়োগ দিয়ে তার গুরুত্বপূর্ণ ইন্ডিয়া জোটমিত্রে ভূষিত করেছেন; বামফ্রন্ট সরকারের প্রাক্তন সংখ্যালঘু উন্নয়ন, কল্যাণ ও মাদ্রাসা শিক্ষা মন্ত্রী তাঁর নতুন প্রধান উপদেষ্টা। TMC – তৃণমূল মার্ক্সবাদী কম্বো’। উল্লেখ্য, বামফ্রন্ট সরকারের সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী ছিলেন উত্তর ২৪ পরগনার এই নেতা। ২০১৮ সালে সিপিএম ছেড়ে তৎকালীন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের হাত ধরে কংগ্রেসে যোগদান করেছিলেন। ২০২১ সালের বিধানসভা ভোটে বাদুড়িয়া থেকে প্রার্থী হয়েছিলেন সাত্তার। কিন্তু জিততে পারেননি। মঙ্গলবারই রাজ্য সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের এক বিজ্ঞপ্তি প্রকাশ করে সাত্তারকে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা পদে নিয়োগের কথা জানিয়েছে।
সাতসকালেই ঘটে গেল ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। হায়দরাবাদে বেলাইন হয়ে গেল পণ্যবাহী ট্রেনের একাধিক কামরা। ঘটনাটি ঘটেছে হায়দারাবাদের পেদ্দাপালি এবং রামাগুন্ডমের...
Read more
Discussion about this post