তীব্র দাবদাহ থেকে মুক্তি পেলেও, পুরোদস্তুর শীত আসতে এখনও দেরি রয়েছে ভারতে। কিন্তু অভূতপূর্ব পরিস্থিতি সৌদি আরবে। সেখানকার বিস্তীর্ণ মরুভূমি ঢেকে গিয়েছে বরফে। তুষারপাতের পর মরুভূমির যেদিকে চোখ যাচ্ছে, শ্বেতশুভ্র গুঁড়ো বরফ চোখে পড়ছে শুধু। এই প্রথম এই অঞ্চলে তুষারপাত দেখলেন বাসিন্দারা। রাস্তাঘাট থেকে শুরু করে ভূভাগ এখন সবটাই সাদা। এই আশ্চর্যজনক এবং মনোরম দৃশ্য দেখে হতবাক হয়েছেন সকলেই। এখন দেখলে বোঝা যাবেই না যে এটি আসলে একটি মরু প্রান্তর। তবে এই দৃশ্য মনোরম হলেও এর পিছনে জলবায়ু পরিবর্তন নিয়ে অশনি সঙ্কেত দেখছেন আবহাওয়াবিদরা। ২০১৬ সালেও তুষারপাত হয়েছিল সৌদিতে। তবে, অন্য এলাকায়। সেসময় আল জফের তাপমাত্রাও কমেছিল শূন্যের নিচে। কিন্তু বরফ পড়েনি।এবার, বরফ পড়ায় খুশি স্থানীয়রা। হইচই পড়েছে নেট দুনিয়ায়ও। তবে, এর প্রভাবে ঠিক কী হতে পারে, সেটা ভাবাচ্ছে আবহাবিদদের। জানা যায়, গত বুধবার থেকে সৌদি আরবের উত্তরাঞ্চলের এলাকা আল-জাউফে ভারি বৃষ্টি হয়। ওই সময় চারপাশ ভরে যায় জলে। এর আগে সৌদি আরবের রিয়াদ শহরের পশ্চিমে অবস্থিত আফিফ মরুভূমিতে বৃষ্টি হয়। বৃষ্টির পর আফিফ মরুভূমি সাক্ষী হয় বিরল এক ঘটনার। মরুভূমিতে পড়তে থাকে তুষার।
গত বছর শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের নতুন রসায়ন খুবই মধুর হতে শুরু করেছে। প্রায় ৫০...
Read more
Discussion about this post