প্রয়াত বর্ষীয়ান অভিনেতা তথা নাট্য ব্যক্তিত্ব মনোজ মিত্র। থেমে গেল তাঁর যাত্রা। নাট্য জগতে এক যুগের অবসান। মৃত্যুকালীন সময়ে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ সংস্কৃতি মহল।
মঙ্গলবার সকালে তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। জানা যায়, বেশ কিছুদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। শারীরিক অসুস্থতার কারণে ক্যালকাটা হার্ট ইন্সিটিউটে ভর্তি করা হয়েছিল তাঁকে। সোডিয়াম-পটাশিয়াম-ক্রিয়েটিনিনের সমস্যা রয়েছে তাঁর। জানা গিয়েছে, সেপ্টেম্বর মাসে বেশ কয়েকদিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন সেই বার।
১৯৩৮ সালে বাংলাদেশের সাতক্ষীরায় জন্মগ্রহণ করেন মনোজ মিত্। ১৯৫৭ সাল থেকে মঞ্চে অভিনয়। তারপর থেকেই অভিনয় জগতে যাত্রা শুরু। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বহু অভিনেতা থেকে নাট্য জগতের ব্যক্তিত্ব। মনোজ মিত্রের মেয়ে জানান, তাঁর বাবা চক্ষুদান করে গিয়েছেন কলকাতা মেডিক্যাল কলেজ থেকে।
এদিন অভিনেতাকে শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছিলেন একাধিক সংস্কৃতি জগতের মানুষ। শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তাঁর অভিনয় মুগ্ধ করেছে গোটা বাঙালি জাতিকে। তাঁর মধ্যে উল্লেখযোগ্য, বাঞ্চারামারে বাগান, শত্রু, ঘরে-বাইরে। আদালত ও একটি মেয়ে তাঁর একটি কৃতিত্ব। এই ছবি বাঙালির মনের মণিকোঠায় এখনও রয়ে গিয়েছে। এমনকি তিনি নাটক লিখেছেন। মৃত্যুর চোখে জল তাঁর লেখা উল্লেখযোগ্য নাটক। তাপর থেকে বহু কালজয়ী নাটক লিখেছেন অভিনেতা। দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন তাঁর অসাধারণ কৃতিত্বে। এমনকি বহু পুরস্কারও রয়েছে তাঁর ঝুলিতে।
Discussion about this post