যতদিন যাচ্ছে, ততই হুরহুর করে দাম বাড়ছে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সবজির। কিছুদিন আগে ‘দানা’-র প্রভাবও পড়েছিল সবজির বাজারে। তবে এখনও সবজির এই লাগামছাড়া দাম বৃদ্ধিতে পকেটে টান পড়তে শুরু করেছে সাধারণ মানুষের। বাজারে গিয়ে সবজির দাম দেখে কার্যত ছেঁকা খাচ্ছে আমজনতা। বলা যায়, সবজির দাম দেখে রীতিমতো চিন্তায় পড়েছে সাধারণ মানুষ। তবে এবার মধ্যবিত্তদের নাভিশ্বাস ওঠা বাজারদর থেকে রেহাই দিতে রাজ্য সরকার খুলেছে ‘সুফল বাংলা’ স্টল। সেখানে বাজারের থেকে তুলনায় সস্তা দরে সবজি মেলে। কিন্তু মাছের দামও তো আগুন। সেটা কেমন করে মাছ প্রিয় বাঙালি কিনবে? উঠেছে প্রশ্ন। এমনকী এরকম যদি মাছের ক্ষেত্রেও রাজ্য সরকার কোনও স্টল করে তাহলে মধ্যবিত্ত বাঙালি উপকৃত হবে। এমন প্রস্তাব যায় মুখ্যমন্ত্রীর কাছে বলে সূত্রের খবর। কৃষিজ বিপণন দফতরের আওতাধীন সুফল বাংলা প্রকল্পে সরকারি স্টল থেকে সুলভ দামে আলু, সব্জি, মাছ, মাংস ও ডিম বিক্রি করা হয়। বীরভূম, হুগলি ও কলকাতার বিভিন্ন এলাকায় সুফল বাংলার স্টলগুলিতে ভাল বিক্রিও হচ্ছে। জেলা কৃষিজ বিপণন দফতরের সহ-অধিকর্তা উত্তম হেমব্রম বলেন, “বাজারের মধ্যে এই স্টল না হলে ক্রেতাদের মধ্যে আগ্রহ তৈরি হবে না। তাই আমরা উপযুক্ত জায়গায় স্টল করতে চাইছি। তাই প্রকল্পটি রূপায়ণে সময় লাগছে।”
রাজ্যে ৬ কেন্দ্রে উপনির্বাচনের দিন সকালে ভাটপাড়া পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূলের বুথ সভাপতিকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। যা...
Read more
Discussion about this post