সাধারণ মানুষকে দেওয়া প্রতিশ্রুতি রাখতে পারছেন না৷ আর তাই ইস্তফা দিলেন দিল্লির পরিবহণ মন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা কৈলাস গেহলট৷ দলের সদস্যপদ ও দিল্লি সরকারের মন্ত্রিত্ব থেকে ইস্তফার বিষয়টি জানিয়ে রবিবার আপের আহ্বায়ক তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে চিঠি লেখেন তিনি৷ সেখানে দলের বিভিন্ন অপূর্ণ প্রতিশ্রুতি ও সাম্প্রতিক বিতর্কের কথা উল্লেখ করেছেন তিনি। অশোক লিখেছেন, শীর্ষমহল সহ এমন বেশ কিছু ঘটনা সাম্প্রতিক কালে ঘটেছে যা কিনা মানুষকে নতুন করে ভাবাচ্ছে যে আম আদমি পার্টি আদৌ সাধারণ মানুষের পার্টি কিন। তিনি আরও উল্লেখ করেন যে, দিল্লি সরকার এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে টানাপোড়েন শহরের উন্নতিতে বাধা সৃষ্টি করছে। চিঠিতে গেহলট সাফ জানান, দিল্লি সরকার অধিকাংশ সময় কেন্দ্রের সঙ্গে লড়াইয়ে খরচ করে দিলে শহরের উন্নয়ন কোনওভাবেই সম্ভব নয়। চিঠির শেষে গেহলট লিখেছেন, ‘বর্তমানে এমন একটা অবস্থার সৃষ্টি হয়েছে যে আপ থেকে সরে দাঁড়ানো ছাড়া আমার আর কোনও উপায় নেই। তাই, আমি পার্টির প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করছি।’ এখানেই শেষ নয়, পদত্যাগপত্রে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন কৈলাশ ৷ তাঁর মতে, বর্তমানে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার লক্ষ্য় নিয়ে এগোচ্ছে আপ ৷ তিনি লেখেন, “দুঃখের বিষয় হল, আমরা জনগণের অধিকারের জন্য লড়াই করার পরিবর্তে কেবল নিজেদের রাজনৈতিক স্বার্থ দেখছি। অগ্রগতি ততক্ষণ পর্যন্ত সম্ভব নয়, যতক্ষণ না দিল্লি সরকার কেন্দ্রের সঙ্গে লড়াই বন্ধ করে ৷”
শিয়ালদহ আদালতে আরজি কর মামলার পঞ্চম দিন হলেও এই মামলায় ধৃত সঞ্জয় এই নিয়ে তৃতীয় দিন হাজিরায় উপস্থিত থাকছে। আজ...
Read more
Discussion about this post