পার্থ টেস্টের আগে টিম ইন্ডিয়ার প্র্যাকটিস চলছে পুরোদমে। নেটে দীর্ঘক্ষণ বল করেছেন নতুন ক্যাপ্টেন বুমরা ও সিরাজ। বাকি পেসাররা একটানা বল করছেন কোচ মর্নি মার্কেলের তত্ত্বাবধানে। মর্কেল বলেছেন, নতুনদের সঙ্গে কাজ করার আনন্দই আলাদা ।প্রসিধ আর হর্ষিত অ্যাটাকে ভ্যারিয়েশন আনছে। বিশেষ করে হর্ষিতের পেস দারুন, বাউন্সটা বার করে আনতে পারে। সুইমিং অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডিকে নিয়ে উচ্ছ্বাসিত মর্কেল বলেছেন, “কম বয়স ওর অলরাউন্ড ক্ষমতা আছে ব্যাটটা ভালো। ওর বোলিং এই ধরনের কন্ডিশনে কার্যকর হতে পারে। আমাদের ব্যাটাররা নামী টেস্ট বোলারদের বিরুদ্ধে নামবে ।অস্ট্রেলিয়া বোলাররা খুব বেশি খারাপ বল করবে না ।সেখানে চ্যালেঞ্জটা নিতে হবে।” ভারতের প্রথম একাদশ এরকম হতে পারে যশস্বী জায়সওয়াল ,কে এল রাহুল, দেবদত্ত পাডিক্কল, বিরাট কোহলি , সরফরাজ খান,ঋষভ পন্থ, রবিচন্দ্রন অশ্বিন, যশপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, হর্ষিত রানা ও আকাশ দীপ। তবে শেষ মুহূর্তে সুভমান গিল সুস্থ হয়ে উঠলে তাহলে অবশ্যই পরিবর্তন হবে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...
Read more
Discussion about this post