তাপমাত্রার পারদ কিছুটা চড়েছে। শীতের স্পেল শুরুর মুখেই আবার হাওয়া বদল? হাওয়া অফিস জানাচ্ছে, আগামী কয়েকদিন আবহাওয়ায় বিশেষ পরিবর্তন নেই বঙ্গে। ইতিমধ্যেই দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে ৷ সাগরে ঘূর্ণাবর্ত ঘনীভূত হলেও বাংলায় তার প্রভাব পড়ার আপাতত কোনও সম্ভাবনা নেই ৷ শনিবারের মধ্যে সেটি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হবে। শ্রীলঙ্কা উপকূল ও তামিলনাডু সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হবে ৷ সোমবার এই নিম্নচাপটি আরও শক্তিশালী হতে পারে, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দফতর। তবে এই নিম্নচাপের সরাসরি প্রভাব পড়বে না আমাদের রাজ্যে ৷ নিম্নচাপের পরিস্থিতির উপর নজর থাকছে আবহাওয়াবিদদের।
আজ ভোরের আকাশ কুয়াশাচ্ছন্ন থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার আকাশের দেখা মিলেছে৷
হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। শনিবার সকালের দিকে কুয়াশা থাকতে পারে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরে। সব জেলাতেই আপাতত শুষ্ক আবহাওয়া দেখা যাবে। বৃষ্টির সম্ভাবনা কোথাও নেই।
আগামী পাঁচ দিন উত্তরবঙ্গেও তাপমাত্রার তেমন পরিবর্তন হবে না।শুক্রবার দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এবং শনিবার থেকে জলপাইগুড়ি ও কোচবিহারেও হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে।
কলকাতায় সকালের দিকে হালকা কুয়াশা ও ধোঁয়াশা থাকবে। বেলা বাড়লে পরিষ্কার আকাশ এবং মনোরম আবহাওয়া। সকাল ও রাতে হালকা শীতের আমেজ। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী কয়েক দিন খুব একটা তাপমাত্রার হেরফের হওয়ার সম্ভাবনা কম।
শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৪ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.২ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৮ থেকে ৯৭ শতাংশ।
Discussion about this post