: কোন ব্যাটার শূন্য রানে আউট হলে ক্রিকেটে বলা হয় ‘ডাক’ । হাঁসের ছবি দিয়ে বোঝানো হয়, সংশ্লিষ্ট ব্যাটার কোন রান করার আগেই আউট হয়ে গিয়েছেন শুক্রবার ভারত অস্ট্রেলিয়া টেস্টের প্রথম বলে আউট হয়েছেন যশোস্বী জয়সওয়াল ।শূন্য রানে আউট হলেও রয়েছে রকমফের। ৮ রকম ডাক রয়েছে ক্রিকেটে। বিভিন্নভাবে শূন্য রানে আউট হলে বিভিন্নভাবে চিহ্নিত করা হয়। কেমন সেগুলি দেখে নেওয়া যাক। গোল্ডেন ডাক:ব্যাটার নিজের প্রথম বলেই কোন রান না করে আউট হলে বলা হয় ‘গোল্ডেন ডাক’। সিলভার ডাক: ব্যাটার নিজের দ্বিতীয় বলে কোন রান না করে আউট হলে বড় হয়ে’ ‘সিলভার ডাক’। ব্রোঞ্জ ডাক: ব্যাটার নিজের তৃতীয় বলে কোন রান না করে আউট হলে বলা হয় ‘ব্রোঞ্জ ডাক’। ডায়মন্ড ডাক: ব্যাটার একটিও বল খেলার আগেই রান আউট বা কোন কোন ভাবে আউট হলে বলা হয় ‘ডায়মন্ড ডাক’। প্লাটিনাম বা রয়েল ডাক: ব্যাটার ম্যাচের প্রথম ইনিংসে প্রথম বলে কোন রান না করে আউট হলে বলা হয় প্লাটিনাম বা রয়্যাল ডাক। লাফিং ডাক: কোন ব্যাটার তার দলের শেষ বলে শূন্য আউট হলে বলা হয় লাফিং ডাক। পেয়ার :টেস্ট অথবা প্রথম শ্রেণীর ম্যাচে কোন ব্যাটার দুই ইনিংসেই শূন্য আউট হলে বলা হয় পেয়ার । কিং পেয়ার,: কোন ব্যাটার টেস্ট অথবা প্রথম শ্রেণীর ম্যাচে দুই ইনিংসে তার খেলার প্রথম বলে শূন্যে আউট হলে বলা হয় কিং পেয়ার। অ্যাডিলেডে যশোস্বীর আউট একই সঙ্গে গোল্ডেন ডাক এবং প্লাটিনাম বা রয়্যাল ডাক। কারণ তিনি যেমন নিজের খেলা প্রথম বলে কোন রান না করে আউট হয়েছে তেমনি ম্যাচের প্রথম বলে কোন রান না করে আউট হয়েছিল।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...
Read more
Discussion about this post