পৌষেও বৃষ্টির ভ্রুকুটি! সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা বাংলায়। পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনাও জারি। পশ্চিমী ঝঞ্ঝার পরোক্ষ প্রভাবে এই বৃষ্টি ও তুষারপাত। কলকাতা-সহ উপকূল ও সংলগ্ন ৭ জেলায় হালকা খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা দুপুর পর্যন্ত। কাল বৃষ্টির সম্ভবনা নেই। ২৮ তারিখ শনিবার ফের বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিংয়ে হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা।
চলতি সপ্তাহের শেষে বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের তিন জেলায়। পরপর পশ্চিমী ঝঞ্ঝা। এর প্রভাবেই আটকে উত্তুরে হাওয়া। কোথাও পরিষ্কার আবার কোথাও আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। আপাতত স্বাভাবিকের উপরেই তাপমাত্রা। দক্ষিণে শনিবার বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতে।
ঘন কুয়াশার পূর্বাভাস উত্তরবঙ্গের সমতলে। হালকা থেকে মাঝারি কুয়াশা বাকী জেলায়। পার্বত্য এলাকায় থাকছে তুষার পাতের সম্ভাবনা।
কলকাতায় রাতের তাপমাত্রা আরও একটু বাড়ল। কমলো দিনের তাপমাত্রা। সকালে হালকা কুয়াশা এবং ধোঁয়াশা, বেলা বাড়লে পরিষ্কার আকাশের সম্ভাবনা। আগামী দু’দিন সর্বনিম্ন তাপমাত্রা সামান্য কমতে পারে। খুব একটা বড় পরিবর্তন নেই দিনের তাপমাত্রার।
কাল রাতের তাপমাত্রা ১৮.২ থেকে আরো বেড়ে ১৯.২ ডিগ্রি। তবে সারাদিন আকাশ মেঘলা থাকায় কাল দিনের তাপমাত্রা ২৬ থেকে কমে ২৪.৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৮ থেকে ৯৩ শতাংশ। কলকাতায় বড়দিনে সার্বিক ভাবে গড়ে ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
Discussion about this post