ফের বিদেশ সফরে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ জামান। সরকারি সফরে রাশিয়া পৌঁছেছেন সেনাবাহিনী প্রধান। পরপর তার বিদেশ সফর ঘিরে নানা জল্পনার জন্ম হয়েছে। আবারো আলোচনা শিরোনামে উঠে এসেছে বাংলাদেশের সেনা অভ্যুত্থানের প্রসঙ্গ। তবে সেনা অভ্যুত্থানের আশঙ্কার মাঝে, ঠিক কি কারণে এই রাশিয়া সফর? রাশিয়ার মতো একটি দেশকে বেছে নেওয়ার পিছনে কি সেনাপ্রধানের নতুন কোনও পরিকল্পনা কাজ করছে?
সেনাপ্রধানের রাশিয়া সফর সংক্রান্ত বিভিন্ন তথ্য বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেইজে বিস্তারিত জানানো হয়েছিলো।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সফরকালে সেনাপ্রধান রাশিয়া ও ক্রোয়েশিয়ার সামরিক–বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তিনি সামরিক বাহিনীর সংশ্লিষ্ট দ্বিপক্ষীয় সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় করবেন।রাশিয়ায় কয়েকটি অস্ত্র কারখানা পরিদর্শনের কথা রয়েছে জেনারেল ওয়াকার উজ জামানের। পরিদর্শনের কথা রয়েছে কয়েকটি সামরিক স্থাপনারও।
উল্লেখ্য, বাংলাদেশের সেনা প্রধানকে ঘিরে গত কয়েক সপ্তাহ ধরে একাধিক খবর এসেছে চর্চায়। এবার বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ জামানের রাশিয়া যাওয়ার খবরও উঠে এসেছে শিরোনামে। বাংলাদেশের সেনা প্রধান ওয়াকার উজ জামানের সঙ্গে সেদেশের নব গঠিত পার্টি এনসিপির হাসনাত ও সারজিস আলমের সাক্ষাৎ ঘিরে হাসনাতের একটি পোস্টের পর তোলপাড় হয়েছে বাংলাদেশের রাজনীতি। এরপর মার্চের শেষের দিকেই বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ জামান ঢাকায় সেনানিবাসে সেনাবাহিনীর শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। সেখান থেকেই তিনি, দেশে গুজব ছড়ানো হচ্ছে, বলে উদ্বেগ প্রকাশ করেন। যদিও তিনি ধৈর্যের সঙ্গে পরিস্থিতি সামাল দিতে সক্ষম হয়েছিলেন।
এবার নয়া পরিকল্পনায় উপনীত হয়ে রাশিয়ার উদ্দেশে রওনা হয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ্জামান। বাংলাদেশের সেনার তরফেই জানানো হয়েছে, রাশিয়া সফরে গিয়েছেন সেদেশের সেনাপ্রধান। ১০ এপ্রিল তিনি রাশিয়া থেকে ক্রোয়েশিয়া যাবেন।সফর শেষে সেনাপ্রধান ১২ এপ্রিল বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন।
Discussion about this post