ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনালাপ টেসলাকর্তা ইলন মাস্কের। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি নিজেই টুইট করে প্রকাশ্যে এনেছেন ইলন মাস্কের সঙ্গে ফোনালাপের পুরো বিষয়টি। টেকনিক্যাল এবং ইনোভেশন ক্ষেত্রে ভারত ও আমেরিকার মধ্যে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে তাদের আলোচনায় । মোদির সঙ্গে ফোনালাপের পরেই ভারত সফরে আসার সিদ্ধান্তের কথা জানালেন ইলন।তবে কি এবার প্রযুক্তি খাতে ইলন মাস্কের কোম্পানির বিনিয়োগ করার পথ আরও প্রশস্ত হবে?
উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প দ্বিতীয় বার মার্কিন প্রেসিডেন্ট পদে আসীন হওয়ার পর থেকেই আমেরিকার সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্কও আরও জোরদার করতে আমেরিকা গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী। সেই সফরে গিয়ে ট্রাম্পের সঙ্গে বৈঠকে ট্রাম্পের সঙ্গে বিভিন্ন অভ্যন্তরীণ বিষয়ে আলোচনার পাশাপাশি দুই দেশের দেশের মধ্যে বাণিজ্য চুক্তিও অগ্রাধিকার পেয়েছিল। সেই সময়ই ওয়াশিংটনে টেসলাকর্তা ইলন মাস্কের সঙ্গে বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তবে যে ভারত আমেরিকার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদার করতে উদ্যোগী সেই ভারতকেও পরতে হল মার্কিন শুল্কনীতির কবলে। প্রেসিডেন্ট হওয়ার পরই ট্রাম্প ঘোষণা করেন, আমেরিকা বিভিন্ন দেশের পণ্যের উপর আমদানি শুল্ক আরোপ করবে। এরপর গত ২ এপ্রিল ট্রাম্প ঘোষণা করেন কোন দেশের উপর কত শতাংশ শুল্ক আরোপ করা হলো সেই তালিকায় দেখা যায়, মিত্র দেশ ভারতের উপর ২৬ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে নয়া শুল্ক নীতিতে। সূত্রের খবর, এরপর চিন বাদে অন্য দেশের উপর আরোপ করা শুল্ক আগামী ৯০ দিনের জন্য স্থগিত করেছেন ডোনাল্ড ট্রাম্প।
ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে ওই ফোনালাপের পরেই ভারত সফরে আসার সিদ্ধান্তের কথা জানালেন ইলন। এমনকি ইলন মাস্ক তার সমাজমাধ্যমের পোস্টেও মোদীর সঙ্গে ফোনালাপ এর কথা উল্লেখ করেছেন।
সুত্রের খবর, টেসলা সম্প্রতি ভারতীয় বাজারেও নিজেদের ব্যবসা সম্প্রসারিত করতে উদ্যোগী হয়েছে। ভারতীয় সংস্থা টাটা র সঙ্গে ইতিমধ্যে জোট বেঁধেছে টেসলা। ইলন মাস্কের সংস্থার তৈরি গাড়ির ভারতীয় বাজারে মূল সরবরাহকারী হতে পারে টাটা এমনই সম্ভবনা তৈরি হয়েছে।
আর সম্প্রতি,ট্রাম্পের প্রশাসনে অন্যতম পরামর্শদাতা ইলন মাস্কের সঙ্গে মোদির ফোনালাপ এবং ভারত সফর, ভারত আমেরিকা দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করা সম্ভাবনাকে আরো জোরালো করলো।
Discussion about this post