সলমানের সঙ্গে সঞ্জয় লীলা বনসালির মনোমালিন্য হয়েছে।শোনা যাচ্ছে কোনো এক কারণ বসত কথা বন্ধ হয়েছে দুজনের।এই মুহুর্তে ‘হীরামন্ডি’র জন্য চর্চায় রয়েছেন পরিচালক সঞ্জয় লীলা ভন্সালী।তার পরিচালনায় ছবিগুলি দর্শকের মনে দাগ কাটে।এর আগে বলিউডকে ‘দেবদাস’, ‘হাম দিল দে চুকে সনম’, ‘ব্ল্যাক’, ‘পদ্মাবত’-এর মতো ছবি উপহার দিয়েছেন তিনি।দর্শক সবসময় উচ্চাকাঙ্খী বনসালীর কাজ নিয়ে।
জল্পনা চলছিল,সলমান খানের সঙ্গে নাকি মন কষাকষি চলছে বনসালীর।খবর রয়েছে,সলমানের সঙ্গে একটি ছবি করছেন পরিচালক।ছবির নাম ‘ইনশাআল্লাহ’। সলমনের বিপরীতে দেখা যাবে আলিয়া ভট্টকে।
সলমানের সঙ্গে মনোমালিন্যের খবর নিয়ে এবার মুখ খুলেছেন বনশালী।
এক সময়ে ছবির সেটে সলমনের সঙ্গে সমস্যা হয়েছিল পরিচালকের।কিন্তু ব্যক্তিগত সম্পর্কে কোনো প্রভাব পড়েনি।অভিনেতা সলমানের সঙ্গেই তার সবচেয়ে ভালো সম্পর্ক।শুটিং শেষ হয়ে যাওয়ার পরেও নিয়মিত যোগাযোগ রাখেন তারা।
বরং, সলমনের সঙ্গেই নাকি তাঁর সব চেয়ে ভাল সম্পর্ক। এমনই জানিয়েছেন সঞ্জয় লীলা বনশালী। প্রত্যেক অভিনেতা ও তাঁদের জন্য তৈরি করা প্রতিটি চরিত্রকেই ভালবাসেন বলে জানান তিনি। কিন্তু ছবির কাজ হয়ে যাওয়ার পরে আর তাঁদের সঙ্গে বন্ধুত্ব থাকে না। কিন্তু সলমন নাকি এ ক্ষেত্রে ব্যতিক্রম। এক মাত্র সলমনের সঙ্গেই নিয়মিত সম্পর্ক রাখেন বলে জানান তিনি।কখনো সমস্যা হলেও সলমান কথা বলে তা মিটিয়ে নেন।৩ মাসে অন্তত ১ বার হলেও সলমন বনশালিকে ফোন করে খোঁজ নেন।
Discussion about this post