খাদ্যরসিক সলমান এবার রাঁধুনিকে নিয়ে বিদেশে গেলেন।সলমান খান বরাবরই ভীষণ ফুডি।শরীর চর্চা করেন বটে।তবে ডায়েটে বিশ্বাসী নন ভাইজান।খেতে খুবই ভালোবাসেন।খাবার টেবিলে বসে একধিক ছবি রয়েছে সোশ্যাল মিডিয়ায়।সামনে সাজানো পঞ্চব্যঞ্জন।তাতে রয়েছে বিরিয়ানি,চাপ, কাবাব আরো অনেক কিছুই।সলমানের পছন্দের খাবার বিড়িয়ানি।বাড়িতে কুক রয়েছেন সেই এই রকমারী রান্না করে সলমানকে খাওয়ান।
এই রাধুনীকে নিয়েই বিদেশ পারি দিয়েছিলেন সলমান।শুনে অবাক হচ্ছেন নিশ্চই। ছবির শুটিং করতে প্রায়ই বিদেশ যাত্রা করেন সলমান।সেখানে তার সঙ্গে থাকে বিরাট এক টিম।হটাৎই সলমান সিদ্ধান্ত নেন তার সঙ্গে বিদেশে যাবেন তার কুক ও।কিন্তু কেন?বিদেশে কি রাঁধুনি পাওয়া যায়না!তা নয় সলমান স্বাদের সঙ্গে আপস করতে চাননা।তাই নিজের রাধুনীকে সঙ্গে নিয়েই তিনি বিদেশ গেলেন। লন্ডনের কন্টিনেন্টাল খাবার খেতে খেতে একঘেয়ে হয়ে গেছে।তাই নিজের রাঁধুনিকে দিয়ে রান্না করানোই একমাত্র উপায়।তাই সলমানের বিদেশ যাত্রায় সঙ্গী হয়েছিলেন তার রাঁধুনি। লন্ডনে বসে নিজের টিমের সঙ্গে বিরিয়ানির স্বাদ নিয়েছিলেন ভাইজান।
তিনি বলিউডের কিং খান। তার নামে এখনও হলে মানুষ সিটি মারে। তাঁর সিনেমা মানেই সুপার-ডুপার হিট। পরবর্তী সিনেমার জন্য মুকিয়ে...
Read more
Discussion about this post