শনিবার সপ্তম দফার ভোট, সপ্তম দফার ভোট নিয়ে কড়া নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সূত্রে খবর, ভোটের দিন নয়, শুক্রবার থেকেই সক্রিয় হবে কুইক রেসপন্স টিম। ভাঙড়ের ঘটনার পরেই এই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে শুক্রবার থেকেই ঘটনাস্থলে যাবে কুইক রেসপন্স টিম। ১ জুন শেষ দফার ভোটে ১ হাজার ৯০০ ক্যুইক রেসপন্স টিমে মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। শুধুমাত্র কলকাতায় মোতায়েন থাকবে ৬০০ ক্যুইক রেসপন্স টিম। সপ্তম দফায় ৯৬৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে।
যার মধ্যে কলকাতায় ২৪৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। বারুইপুরে থাকছে ১৬০কোম্পানি। সুন্দরবন পুলিশ জেলায় থাকবে ১১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। দক্ষিণ ২৪ জেলার আওয়ায় ডায়মন্ড হারবারে ১১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সূচি অনুযায়ী ১ জুন সকাল ৭টাতে শুরু হবে ভোটগ্রহণ। সেই সঙ্গে ভাঙড়ের ঘটনা নিয়ে রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। দক্ষিণ ২৪ পরগনার জেলা নির্বাচনী আধিকারিককে ঘটনার বিস্তারিত রিপোর্ট জমা দিতে বলল নির্বাচন কমিশন। সেই সঙ্গে এলাকায় কেন্দ্রীয় বাহিনীকে রুট মার্চ করারও নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। শেষ দফায় মোট ৩৩২৯২ জন রাজ্য পুলিশ মোতায়েন করা হচ্ছে।
এর মধ্যে বারাসাত পুলিশ জেলায় থাকবেন ২৭১৬ জন, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে ২৬৬২ জন, বারুইপুর পুলিশ জেলায় ৪৩৬৬ জন, বসিরহাট পুলিশ জেলায় ৩১২০ জন, বিধাননগর পুলিশ কমিশনারেটে ২০৩৪, ডায়মন্ড হারবার পুলিশ জেলায় মোতায়েন করা হবে ৩৯২৫ জন, কলকাতা পুলিশ কমিশনারেটে থাকবেন ১১৩১২ জন, সুন্দরবন পুলিশ জেলায় ৩১৫৭ জন।
Discussion about this post