২০০৭ সালে শুরু হয়েছিল প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রথম বছর ভারত চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান কে হারিয়ে। শেষবার অর্থাৎ ২০২২ সালে ভারত সেমিফাইনালে ইংল্যান্ড এর কাছে হেরে যায়। ২০২২ সালে চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড ফাইনালে পাকিস্তানকে হারিয়ে। এবার t20 বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। এবার ২০টি দেশ অংশগ্রহণ করছে এই টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রতিযোগিতায় । চারটি গ্রুপে ভাগ করা হয়েছে এই দলকে । গ্রুপ ‘এ’তে যে দেশগুলি রয়েছে তারা হল কানাডা, ভারত, আয়ারল্যান্ড ,পাকিস্তান এবং আমেরিকা যুক্তরাষ্ট্র। গ্রুপ’ বি’ তে রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নামিবিয়া ,ওমান এবং স্কটল্যান্ড । গ্রুপ’ সি ‘তে রয়েছে আফগানিস্তান, নিউজিল্যান্ড ,পাপুয়া নিউগিনি, উগান্ডা এবং ওয়েস্ট ইন্ডিজ। গ্রুপ’ ডি ‘তে রয়েছে বাংলাদেশ ,দক্ষিণ আফ্রিকা ,শ্রীলংকা , নেপালএবং নেদারল্যান্ড ।
ভারত এই মুহূর্তে বিশ্বক্রিকেটে একটি অন্যতম শক্তিশালী দল। টেস্ট ক্রিকেট , একদিনের ক্রিকেট এবং টি২০ এই তিনটি ফরম্যাটেইভা রত প্রথম স্থান অধিকার করেছে । কিন্তু ২০১৩ সালে একদিনের ক্রিকেটে চ্যাম্পিয়ন হওয়ার পর আর কোন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অর্থাৎ আইসিসি পরিচালিত কোনও ক্রিকেট প্রতিযোগিতাতেই ভারত জিততে পারেনি। গতবছর একদিনের বিশ্বকাপ ক্রিকেটের টানা দশটা ম্যাচ জিতলেও ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারতে বাধ্য হয়েছিল। ভারতীয় ক্রিকেট দল পরপর ২ বছর টেস্ট ক্রিকেটের ফাইনালে পৌঁছালেও, গত বছর ইংল্যান্ডের কাছে এবং আগের বছর নিউজিল্যান্ডের কাছে হারতে বাধ্য হয়েছিল । টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত প্রথম ম্যাচ খেলবে ৫ই জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে। নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, নিউইয়র্কে এই খেলা শুরু হবে ভারতীয় সময় রাত আটটায়। ভারতের পরবর্তী ম্যাচ 9 জুন পাকিস্তানের বিরুদ্ধে। এই ম্যাচটিও হবে নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে, নিউইয়র্কে ভারতীয় সময় রাত আটটায়। ১২ই জুন ভারত তাদের তৃতীয় ম্যাচ খেলবে আমেরিকা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। এই ম্যাচটিও নাসাও কাউন্টি
ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে, নিউইয়র্কে ভারতীয় সময় রাত আটটা থেকে শুরু হবে। ১৫ ই জুন ভারত গ্রুপের শেষ ম্যাচ খেলবে কানাডার বিরুদ্ধে। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে সেন্ট্রাল র্বোয়ার্ড পার্ক এন্ড র্বোয়ার্ড স্টেডিয়াম , লাউডারহিল ফ্লোরিডাতে, ভারতীয় সময় রাত আটটায় । এইসব খেলাগুলি টেলিভিশনে দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে এবং ডিজনি প্লাস হট স্টারে।।
Discussion about this post