শনিবার সকাল সকাল বেলগাছিয়া কেন্দ্রে ভোট দিলেন মিঠুন চক্রবর্তী। প্রায় ৪০ মিনিট ধরে সাধারণ মানুষের সঙ্গে লাইনে দাঁড়িয়েই নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন ‘মহাগুরু’। তবে ভোট দিয়ে বেরিয়ে রাজনীতি ছাড়ার ইঙ্গিত দিয়ে রীতিমতো সবাইকে চমকে দিলেন অভিনেতা। বেলগাছিয়ার বুথে ভোট দেওয়ার পর মিঠুন চক্রবর্তী যখন বাইরে বেরচ্ছেন, তখনই তাঁকে ঘিরে ওঠে ‘চোর, চোর’ স্লোগান। তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকেরা ‘চোর, চোর’ স্লোগান দিতে থাকেন অভিনেতাকে উদ্দেশ্য করে। ওদিকে ভোট দেওয়ার পর বুথের বাইরে এসে হাত জোড় করে মিঠুন চক্রবর্তী বলেন, ‘আজকের পর আর রাজনীতিতে থাকবেন না তিনি। চলে যাবেন নিজের সিনেমার জগতে।’ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মিঠুন বলেন, ‘নির্বাচনের ডিউটি ছিল ৩০ তারিখ পর্যন্ত। দলের নির্দেশ ছিল। আমি পূরণ করেছি। এ বার আমার কাজ হল পেশাগত জীবনে চলে যাওয়া। শনিবার থেকে আমি আমার পেশাগত জীবনে ঢুকছি। শনিবার থেকে আমি ছবির কাজ করব। ছবির কথা বলব। রাজনীতির কথা বলব না।’ তবে কেন এই সিদ্ধান্ত তাঁর? জবাবে মিঠুন জানিয়েছেন, ‘আমি কোনও সময় দুটো কাজ একসঙ্গে করি না।’
ব্রিগেড ডাকলে ভরে যায়, কিন্তু বুথে এজেন্ট পাওয়া যায় না কেন? সিপিএম নেতা-নেত্রীদের মনে এই প্রশ্ন প্রায় এক দশক ধরেই...
Read more
Discussion about this post