রক্তে ভেসে যাচ্ছে রণবীর কাপুর।সারা মুখে চোখে রক্ত লেগে রয়েছে।এই ছবি দেখে রীতিমত স্তম্ভিত নেটনাগরিক।২০২৩ সালে বক্স অফিসে ঝর তুলেছিল রণবীর কাপুর।এনিম্যাল ছবিটি ভালো ব্যবসা করেছিল।রণবীরের লুক নিয়ে বেশ চর্চা হয়েছিল।প্রশংসা পেয়েছে তার অভিনয় ও লুক।ছবির বিষয়বস্তু থেকে অ্যাকশন, রোম্যান্স, সবেতেই ছিল বিশেষত্বের ছাপ।
বর্তমানে রামায়ণ ছবি নিয়ে ব্যস্ত অভিনেতা।এরই মধ্যে আবার রক্তাত ছবির জন্য খবরে রনবীর।এমন ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা রয়েছে ছবিগুলি।রক্তো ভেসে যাচ্ছেন রণবীর।প্রথম দিকে খানিক টা অবাক হলেও পরে জানা যায় এই ছবিটি এনিম্যালের একটা লুক।ছবির শুটিং চলাকালীন ছবিটি তুলেছিল রণবীর।ঝরের মত ভাইরাল হচ্ছে এই ছবিটি।
এই ছবি আবারো দর্শক মনে কৌতূহল জাগাচ্ছে।এই মুহূর্তে রামায়ন ছবির কাজে ব্যস্ত রণবীর।তবে শোনা যাচ্ছে অ্যানিম্যাল ছবির সিক্যুয়েল নিয়েও আসতে চলেছে।
সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট করেছেন সেলিব্রিটি হেয়ার স্টাইলিস্ট হাকিম আলিম।ছবি পোস্ট করে তিনি জানিয়েছেন,এই ছবিটি তিনি নিজেই তুলেছেন।এনিম্যাল ছবির সেট থেকে ছবিটি তোলা হয়েছে।এই ছবিতে রণবীরের লুক ও এক্সপ্রেশন দেখে মুগ্ধ ভক্তরা।আর এনিম্যাল এর সিকোয়েল আসার খবরে বেশি খুশি অনুরাগীরা।এই ছবিতে কি নতুন কি চমক থাকবে সেই নিয়েই উত্তেজনার পারদ চড়ছে।
Discussion about this post