বুধবার রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রী পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে খবর। রাষ্ট্রপতি পদত্যাগপত্র গ্রহণও করেছেন। তবে নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রিসভাকে কাজ চালিয়ে যেতে বলেছেন রাষ্ট্রপতি। আবার, শোনা যাচ্ছে, নরেন্দ্র মোদি তৃতীয়ারের মতো প্রধানমন্ত্রী পদে শপথ নিতে পারেন আগামী ৮ জুন। বুধবার এনডিএ-র দলগুলি বৈঠকে বসেছে দিল্লিতে। এই আবহে ক্যাবিনেট বণ্টন নিয়ে আলোচনা হতে পারে সেখানে। তবে সংবাদ সংস্থা সূত্রে জানা যাচ্ছে, প্রধানমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের সঙ্গে তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছেন। রাষ্ট্রপতি তা গ্রহণও করেছেন। তবে নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রিপরিষদকে দায়িত্ব চালিয়ে যাওয়ার অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রপতি ভবন। মঙ্গলবার নির্বাচন কমিশন লোকসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেছে। কমিশনের তরফে দেওয়া তথ্য অনুযায়ী, বিজেপি একটি বড় জয় পেয়েছে। ৫৪৩টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে ২৪০টি আসন, কংগ্রেস পেয়েছে ৯৯টি আসন। ২৭২ সংখ্যাগরিষ্ঠতার গণ্ডি পেরিয়ে গেলেও টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছেন নরেন্দ্র মোদী।
বাংলাদেশের পলাতক সাংবাদিক ইলিয়াস হোসেন সম্প্রতি এক ফেসবুক পোস্টে মেজর সুমন আহমেদ এর উদ্ধৃতি দিয়ে প্রশ্ন তুলেছেন, ভারত কি বাংলাদেশ...
Read more
Discussion about this post