গ্রহকদের জন্য সুখবর। ম্যাসেজে আসা লিঙ্কে ক্লিক করলেই বাজিমাৎ। অবাক হলেন, বেশ কয়েকদিন ধরে মোবাইলের হোয়াটস অ্যাপে ঘোরাফেরা করেছে একটি মেসেজ। যেখানে বল হয়েছে, তৃণমূলকে ভোট দিলেই মিলবে এক মাসের জন্য ২৩৯ টাকা বিনামূল্যে রিচার্জ, এমনই দাবি রাজ্যের শাসক দলের। হোয়াটস অ্যাপে পাঠানো বার্তাটিতে স্পষ্ট লেখা আছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সমস্ত ব্যবহারকারীদের জন্য ২৩৯-টাকার ২৮ দিনের রিচার্জ ফ্রি-এর জন্য অপেক্ষা করছি। ২০২৪ এ আরও বেশি সংখ্যক লোক ভোট দিতে পারে এবং বারবার টি.এম.সি সরকার গঠিত হতে পারে। মেসেজটি ইতিমধ্যে বেশ ভাইরাল হয়ে পড়েছে স্যোশাল মিডিয়ার পেজে। শুধু তাই নয়, এই প্রলোভনে বেশ কয়েকজন পা দিলেও, অধিকাংশই এই পোস্টকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।
#Fakealert https://t.co/aSjKUbF2N4
— Kolkata Police (@KolkataPolice) June 6, 2024
স্যোসাল মিডিয়ায় এমন পোস্ট নজরে আসতেই নড়েচড়ে বসে প্রশাসন। এরপরই তদন্তে নেমে পুলিশ জানতে পারে, পোস্টটি সম্পূর্ণ ভুয়ো। তারপরই সাধারণ মানুষকে সচেতনতার জন্য বৃহস্পতিবার এক্স হ্যাণ্ডেলে এই পোস্টটি ভুয়ো বলে দাবি করে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম। সেই সঙ্গে পুলিশের তরফ থেকে সাধারণ মানুষকে সচেতনতার বার্তাও দেওয়া হয়েছে। সেখানে স্পষ্ট করে বলা হয়েছে, ভুয়ো পোস্টটিতে একটি লিঙ্ক দেওয়া আছে। ভুলেও এই লিঙ্কে কেউ ক্লিক করবেন না। এটি সাইবার জালিয়াতিদের কাজ। এই লিঙ্কে ক্লিক করলে আর্থিক জালিয়াতির সম্ভাবনা প্রবল। যে প্রতারক এই মেসেজ ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছি আমরা। আমজনতার কাছে আবেদন পুলিশের।
Discussion about this post