ভারত পাকিস্তান ম্যাচ দেখতে দেখতে মেজাজ হারিয়ে ফেলেছিলেন অনুষ্কা শর্মা।রবিবার ছিল মহারণ।আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ময়দানে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান।নাসাউ কাউন্টি স্টেডিয়ামে খেলা হয়।ভারতীয় টিমে রয়েছেন বিরাট কোহলি।ম্যাচ চাক্ষুস করতে গ্যালারিতে উপস্থিত ছিলেন অনুষ্কা শর্মা। চির প্রতিদ্বন্দ্বী দুই দল ভারত পাকিস্তান।টানটান উত্তেজনা নিয়ে ম্যাচ শুরু হয়।গ্যালারী ভর্তি দর্শক।পাকিস্তানের বিরুদ্ধে জয় তুলে নেয় ভারত।দর্শকদের উচ্ছাস ছিল দেখার মত।অন্যদিকে রেগে আগুন হলেন বিরাট ঘরণী অনুষ্কা।কেন হটাৎ মেজাজ হারিয়ে ফেললেন অভিনেত্রী!
একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। সেখানেই দেখা যাচ্ছে রাগে মুখ লালা অনুষ্কার।খেলার মাঝে হঠাৎ কার উপর রেগে গেলেন অভিনেত্রী? অনুষ্কা শর্মা কতটা প্রতিবাদী তা সকলেই জানেন।এর আগেও তার প্রতিবাদী সত্তা ধরা পড়েছে।একবার গাড়িতে বসে রাস্তায় আবর্জনা ফেলার জন্য ভীষণ রেগে গিয়েছিলেন অভিনেত্রী।বেশ কয়েক বছর আগের ঘটনা।রাস্তায় ময়লা ফেলার জন্য রীতিমত তাকে ধমক দিয়েছিলেন অনুস্কা। ভাইরাল ভিডিওতে প্রচুর কমেন্ট করা হয়েছে।কেউ লিখেছেন, ‘বউদি খুব রেগে গিয়েছে।’’ কেউ লিখেছেন, ‘‘ মানুষ মাত্রই তো রাগ হয়, তেমন বড় ব্যাপার নয়।’’ চলতি বছর মা হতে চলেছেন অনুস্কা শর্মা।দ্বিতীয় বারের জন্য মা হতে চলেছেন অভিনেত্রী।আপাতত অভিনয় থেকে বিরতি নিয়েছেন তিনি।
Discussion about this post