জনপ্রিয় অভিনেত্রী ইন্দ্রানী হালদার। অনেক বাংলা সিনেমা,বাংলা ধারাবাহিকে কাজ করেছেন। এখন তাকে প্রায়ই ছোটপর্দায় দেখা যায়। তিনি আজ জনপ্রিয় হলেও,ছোটবেলায় অভিনেত্রী হতে চাননি। অন্য এক পেশাকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন।কি সেই পেশা জানেন! বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে একের পর এক ভালো কাজ করে গিয়েছেন ইন্দ্রানী। কিন্তু খুব ছোটবেলায় অন্য পেশাকে কেরিয়ার করতে চেয়েছিলেন অভিনেত্রী। আর সেই কথা বাবাকে জানিয়েও ছিলেন তিনি। বাবা বলেছিলেন,”এটা করলে তোমাকে যাত্রীদের বমি পটি পরিষ্কার করতে হবে,পারবে তো!” এই শুনে চোখ কপালে ইন্দ্রানীর। এরপরই তাঁর ভাবনায় বদল হয়। তিনিও বিশ্বাস করেছিলেন যে শেষে বমি পটি পরিষ্কার করতে হবে!
তার স্বপ্নের কেরিয়ারে জল ঢেলে দিয়েছিলেন তার বাবা। বাবার কথা শুনেই সিদ্ধান্ত বদলান ইন্দ্রানী। আর কখনও বিমান সেবিকার পেশার কথা ভাবেননি তিনি। অপুর সংসার টক শোয়ে এসে এই ব্যাপারে মুখ খুললেন অভিনেত্রী। টক শোয়ের শাশ্বত চট্টোপাধ্যায়কে জানিয়েছিলেন, ইন্দ্রানী কখনোই অভিনেত্রী হতে চাননি। বরং অন্য পেশায় যেতে চেয়েছিলেন। ইন্দ্রানী জানান হ্যা। আর সেই কথা তিনি বাবাকে জানিয়েছিলেন। তখন বাবা তার কারণ জানতে চান। ইন্দ্রানী বলেন,”আমি বিমান সেবিকা হতে চাই। বিমানে ঘুরতে চাই আকাশে উড়তে চাই।” এই শুনে বাবা তাকে প্রশ্ন করেন, ‘পটি-বমি পরিষ্কার করতে পারবে?’ বাবার এই কথা কিছুক্ষণ চুপ করে গিয়েছিলেন তিনি।
Discussion about this post