অন্তঃসত্ত্বা দীপিকার খেয়াল রাখছেন প্রভাস দীপিকা পাডুকোন। চলতি বছর সেপ্টেম্বরেই নতুন অতিথি আসছে দীপিকা রণবীরের পরিবারে। হাতে রয়েছে আর মাত্র তিন মাস।এই সময় বিশেষ খেয়াল রাখতে হচ্ছে দীপিকার। শুধু রণবীর ই নন নায়িকার খেয়াল রাখছেন প্রভাসও। কিছুদিন আগে পর্যন্ত দীপিকার নেটাগরিকদের কৌতূহল ছিল এই ছবির অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের স্ফীতোদর নিয়ে। অভিনেত্রীর স্ফীতোদর কি আসল, না নকল?
সম্প্রতি এক অনুষ্ঠানে হাজির হন দীপিকা। সেখানে তার স্পষ্ট বোঝা যাচ্ছে তার স্ফীতোদর।এখন হাঁটতে চলতেও একটু অসুবিধা হচ্ছে দীপিকার। আসছে নতুন ছবি ‘কল্কি ২৮৯৮ এডি’। ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবির একটি অনুষ্ঠানে কালো শরীরচাপা পোশাকে হাজির হন দীপিকা। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রভাস, অমিতাভ বচ্চন,কমল হাসন এবং রানা দুগ্গবতীপা। সেখানেই দেখা গেল অন্তঃসত্ত্বা দীপিকার খেয়াল রাখছেন প্রভাস। স্টেজে ওঠা নামার সময় অসুবিধা হচ্ছিল অভিনেত্রীর। ওঠার সময় সাহায্য করেন বিগ বি।আর স্টেজ থেকে নামার সময় ছুটে জান প্রভাস। সেই নিয়ে কম ঠাট্টা হয়নি। অন্তঃসত্ত্বা দীপিকাকে নিয়ে মজা করে রানা বলেন, ‘‘অন্তঃসত্ত্বা সুমতির চরিত্রে অভিনয় করার পরে আজই স্ফীতোদর নিয়ে হাজির দীপিকা।”
এর জবাবে দীপিকা বলেন,‘‘সিনেমাটি তিন বছর ধরে চলেছিল, আমার মনে হয়েছিল, আরও ৯ মাস কেন নয়।’’ আর নিজের চেহারার জন্য দীপিকা প্রভাসকে দায়ী করেন। তিনি বলেন,‘‘প্রভাস আমাকে এত খাবার খাইয়েছিল তার জন্যই আমার এমন অবস্থা। অবস্থা এমন জায়গায় পৌঁছেছিল যে কেবল বাড়ি থেকে নয়,ক্যাটারিং থেকেও খাবার আসা শুরু হয়।আসলে ও মন থেকে মানুষকে খাওয়াতে ভালবাসে।’’ দীপিকা রণবীরের পরিবারে নতুন সদস্যের আগমন হচ্ছে। আর তিন মাস পরেই দীপিকার কোল আলো করে আসছে তাদের প্রথম সন্তান।
Discussion about this post