আগামী ১২ জুলাই অনন্ত আম্বানি এবং রাধিকার বিয়েরর অনুষ্ঠান। বেশ কিছুদিন ধরেই চলছে বিয়ের নানান অনুষ্ঠান। সংগীত,গায়ে হলুদের অনুষ্ঠানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাবড় তাবড় বলি তারকারা। এর আগে প্রি ওয়েডিং হয়েছিল বেশ জাঁকজমক। ছেলের প্রাক বিয়েতে কোনো খামতি রাখেননি শিল্পপতি আম্বানী। মুম্বইতে বসেছে বিয়ের আসর। বেশ কয়েকদিন ধরেই তারকাদের আনাগোনা বিয়ের অনুষ্ঠানে। সোমবার রাতে হলদি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,সারা আলি খান,অনন্যা পাণ্ডে,জাহ্নবী কপুর,সলমান খান এবং রণবীর সিং সহ আরো অনেকে। বাহারি পোশাকে সেজেছিলেন তারকারা।
কে কি পোশাকে সেজেছিলেন জানেন?
সংগীত অনুষ্ঠানেও পারফর্ম করেছেন বলি তারকারা।সেখানে পোশাক পরিবর্তন ও করেছেন তারা।সলমান নেভি ব্লু রঙের পোশাক পরে অনুষ্ঠানে এসেছিলেন।পরে আবার হলুদ রঙের পোশাক পড়েছিলেন সলমান। হলদির অনুষ্ঠানের নানান ভিডিও ফুটেজ এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে।সেখানে বেশি নজর কেড়েছেন রণবীর সিং।পান খেতে দেখা গেছে তাকে।শুধু রণবীর সিং নন নজর কেড়েছেন। সারা আলি খান থেকে জাহ্নবী কাপুর। হলদি অনুষ্ঠানে ট্রেডিশনাল পোশাক পরে দেখা গিয়েছে তাদের।
সংগীত অনুষ্ঠানে পারফর্ম করেছেন জাস্টিন বিবার। অনন্ত-রাধিকার সংগীত অনুষ্ঠানে, জাস্টিন বিবার তাঁর ‘বেবি’, ‘লাভ ইয়োরসেলফ’ এবং ‘পিচস’-এর মতো গানগুলিতে দুর্দান্ত পারফরম করেছেন। উপস্থিত সেলিব্রিটিদের নাচ-গানে মেতে উঠেছিলেন বিয়ের অনুস্থানে। আগামী 12 ই জুলাই চার হাত এক হচ্ছে। মুম্বইয়ের ওয়ার্ল্ড জিও সেন্টারে অনুষ্ঠিত হবে।এখানেই শেষ নয় বিয়ের পরেও আরো একটি জমকালো অনুষ্ঠান করা হবে।আগামী 14 ই জুলাই একটি গ্রান্ড পার্টির আয়োজন করা হয়েছে।সেখানেও উপস্থিত থাকবেন বিশ্বের তাবড় তাবড় সেলিব্রিটিরা।
Discussion about this post