বলিউডের অন্যতম চর্চিত নাম করণ জোহর। কতবার প্রেমে পড়েছেন জানেন! নিজের অতীত জীবনের কথা জানালেন পরিচালক। করণ জোহরের হাত ধরে অনেকেই ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন।আজ তারা বড়ো বড়ো অভিনেতা। করণ জোহরের আত্মপরিচয় ও প্রেম সব সময়েই আলোচিত হয়। বিয়ে করেননি করণ জোহর। দুই সন্তানের বাবা তিনি। দায়িত্ত্ববান বাবার মতোই সন্তানদের বড়ো করে তুলছেন তিনি।পাশাপাশি মায়ের দায়িত্বও রয়েছে তার ওপর।কিন্তু জীবনে কতবার প্রেমে পড়েছেন পরিচালক জানেন?
হিন্দি রোমান্টিক ছবিতে তার কারিগরীই স্পষ্ট বোঝায় যে তিনি কতটা রোমান্টিক।এবার ছবির বাইরে ব্যাক্তিগত জীবন নিয়ে মুখ খুলেছেন তিনি।
করনের জনপ্রিয় টক শো ‘কফি উইথ করন’ এ সেলেব দেন নানান ব্যক্তিগত করেন করণ। আর তার শো বেশ জনপ্রিয়।সেখানে বলিউডের তাবড় তাবড় অভিনেতারা যান। শো এর নানান মুহূর্ত অনেক সময় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
এবার সাংবাদিককে দেওয়া সাক্ষাৎকারে নিজের অতীত নিয়ে মুখ খুললেন করণ।তিনি বলেছেন,“আমি এখন সিঙ্গল। দীর্ঘদিন কোনও সম্পর্কে জড়াইনি। তবে সারা জীবনে আমি মোট দেড় খানা সম্পর্কে থেকেছি।সন্তান এবং মায়ের প্রতি এখন আমার দায়বদ্ধতা।”
তিনি আরো জানিয়েছেন,সোশ্যাল মিডিয়ায় ডেট করা বা দেশে বিদেশে মানুষের সঙ্গে দেখা করা সবটাই তিনি করেছেন। কিন্তু সম্পর্কে জড়ানোর প্রতজনীয়তা অনুভব করেননি করণ।
তাই আজও তিনি সিঙ্গেল। আর হ্যা সিঙ্গেল ফাদার হিসেবে যথেষ্ট দায়িত্ববান।দুই সন্তানকে নিয়েই বেশ আছেন।
Discussion about this post