বড় পর্দায় তাকে এখও পর্যন্ত দেখা যায়নি। কিন্তু তারপরও চর্চায় থাকেন তিনি। অনন্ত-রাধিকার বিয়ের নানা অনুষ্ঠানে চুটিয়ে মজা করতে দেখা গিয়েছে তাকে। কিন্তু বিয়ের অনুষ্ঠানে তাকে চরম রেগে যেতে দেখা যায়। কার্যত মাথাগরম করে ঝগড়া করতে দেখা যায় তাকে। তিনি হলেন বলিপাড়ার সঞ্জয় কপূরের কন্যা শানায়া কপূর। কিন্তু এই মহাবিবাহের অনুষ্ঠানে কেন তিনি মাথাগরম করে ফেললেন ? কার উপরই বা রেগে গিয়ে ঝগড়া করলেন শানায়া?
গত ১২ই জুলাই সাত পাকে বাধা পড়লেন অনন্ত আম্বানী ও রাধিকা মার্চেন্ট। জাঁকজমকভাবে সম্পন্ন হল এই রাজকীয় বিবাহ। আমন্ত্রিত ছিলেন দেশ-বিদেশের শিল্পপতি, রাজনীতিবিদ থেকে দেশের প্রধানমন্ত্রী। এমনকি উপস্থিত ছিলেন বলিউডের তারকারাও। আর বিয়ের নানা অনুষ্ঠানে বেশ নজর কেড়েছিল শানায়া। বিয়ের নানা অনুষ্ঠানে সুন্দর পোশাকে দেখা গিয়েছিল তাকে। কিন্তু এরমধ্যেই তিনি মাথাগরম করে ফেললেন। ঘটনাটি আসলে অন্তত-রাধিকার আর্শীবাদ অনুষ্ঠানে ঢোকার সময়। নিরাপত্তারক্ষীরা অভিনেত্রীর হাতব্যাগ পরীক্ষা করতে চান। আর তাতেই আপত্তি দেখান শানায়। অসন্তুষ্টু হন তিনি।
হাতব্যাগ দেখাতে পারবেন না জানিয়ে দেন নিরাপত্তারক্ষীদের। আর সেই নিয়ে তর্ক করতে দেখা যায় শানায়াকে। নিরাপত্তারক্ষীদের সঙ্গে শানায়ার তর্কের মুহূর্ত ক্যামেরাবন্দী করে ফেলেন এক ব্যাক্তি। আর সেই ভিডিওতে দেখা যায়, নিরাপত্তারক্ষীদের সঙ্গে হাতব্যাগ দেখাতে পারবেন না বলে তর্ক করছেন অভিনেত্রী। আইভরি রঙের কুর্তা পরে আছেন। মাথায় রয়েছে ফুল গোঁজা। সুন্দর করে সেজে নজর সকলের নজর কেড়েছেন অভিনেত্রী। কিন্তু তার এই ব্যবহার খুব একটা ভালো চোখে দেখেননি নেটনাগরিকরা।
Discussion about this post