টলিপাড়ায় নতুন এক গুঞ্জন। যিশু এবং নীলাঞ্জনার বিচ্ছেদ। তাদের সম্পর্কের বিচ্ছেদ ঘিরে চর্চায় রয়েছে নেটমাধ্যম। এবার সেই আগুনে ঘি ঢালল যিশুর সঙ্গে নতুন একটি নারীর ছবি। সেই নারীতেই নাকি মজেছেন অভিনেতা। কে সেই নারী? এতদিনের বিবাহ বন্ধন ছেড়ে কোন নারীতে আসক্ত হলেন টলিপাড়ার এই অভিনেতা?
গুঞ্জন অনুযায়ী, গুজরাটের কন্যা শিনাল সুর্তিই-এর সঙ্গেই নাকি যিশু সেনগুপ্তের নতুন সম্পর্ক তৈরি হয়েছে। আর সেই কারণেই যিশু-নীলাঞ্জনার সংসার ভাঙছে। এখন জানা যাচ্ছে, খাদান ছবির শুটিংয়ের জন্য কলকাতাতেই রয়েছেন তিনি। আর তার মাঝেই শিনালের সঙ্গে ছবি সামনে আসতেই হইচইকাণ্ড টলিপাড়ায়। এরমধ্যেই মা নীলাঞ্জনাকে নিয়ে পোস্ট করলেন যিশুর মেয়ে সারা সেনগুপ্ত। ইনস্টাগ্রামে সারা একটি স্টোরিতে তার মা এবং নিজের ছবি দেন। সেখানেই লেখেন STRONGEST WOMAN IN THE GAME. রয়েছে একটি মুকুটের ইমোজিও।
সোশ্যাল মিডিয়ায় নীলাঞ্জনার নামের পাশে পদবী থাকতো সেনগুপ্ত। এখন সেই পদবী নেই। বদলে ফেলেছেন তিনি। এমনকি মনখারাপের পোস্ট দিচ্ছেন নীলাঞ্জনা।
আর এরমধ্যেই আরও একটি ছবি সামনে এসেছে। ফেসবুকে দেখা যায়, একটি গ্রুপ ছবি। সেখানে দেখা যায় যিশু সেনগুপ্তকে শিনালের ঠিক পাশে দাঁড়িয়ে থাকতে। বর্তমানে যিশু টলিউড, বলিউডের পাশাপাশি দক্ষিণী সিনেমাতেও ব্যস্ত। বেশি সময় থাকেন মুম্বইয়ে। কাজের নানা ব্যস্ততায় সেই শহরেই থাকতে হয় অভিনেতাকে। গুঞ্জন শুরু হয়েছে, সেখানেই নাকি মন দিয়ে ফেলেছেন যিশু। আর এর জন্যই নাকি তার সংসারে অশান্তি তৈরি হয়েছে।
সম্প্রতি, নীলাঞ্জনা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে ভর্তিও হন তিনি। ডিহাইড্রেশনের কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেত্রী-প্রযোজক। আর সেই সময় সোশ্যাল মিডিয়ায় মনখারাপের কিছু পোস্ট দেখা গিয়েছিল। কখনও দেখা গিয়েছে, নিজের পিঠে নিজেই চাপড়ে কঠিন সময় পার করার পোস্ট দিচ্ছেন নীলাঞ্জনা। বিধ্বস্ত অবস্থায় নিজেকে সুন্দর রাখার বার্তা দিয়েছেন তিনি। পাশাপাশি নিজের দুই মেয়ে সারা এবং জারা এবং তার বোনের ছবি পোস্ট করেছেন তিনি। প্রসঙ্গত, ২০০৪ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন নীলাঞ্জনা-যিশু। একটি টেলিসিরিজিরে পর্দায় যিশু সেনগুপ্ত তখন জনপ্রিয় মুখ। তথন নীলাঞ্জনাও বেশ জনপ্রিয়। এখন দুজনেই প্রবল ব্যস্ত। আর এই ব্যস্ততার কারণেই কি দুজনের মধ্যে দূরত্ব তৈরি হল? এখন সেই প্রশ্নই ঘোরাফেরা করছে নেটমাধ্যমে। তবে এই নিয়ে মুখ খোলেননি দুজনে কেউই।
Discussion about this post