কিছুদিন আগেই সংসদে রাহুল গান্ধীর নামে মন্তব্য করে দিল্লির রাজনীতি তোলপাড় করে অভিনেত্রী তথা মান্ডির সাংসদ কাঙ্গনা রানাওয়াত। “দাদু মুসলিম, দিদা পারসি, মা খ্রিস্টান”, দিন কয়েক আগেই রাহুল গান্ধীকে জাত তুলে ‘জগাখিচুড়ি’ বলে কটাক্ষ করেছিলেন কঙ্গনা রানাউত। রাহুল গান্ধীর বিকৃত ছবি শেয়ার করে আইনি ঝামেলায় জড়ান তিনি। যেখানে রাহুল গান্ধীর মাথায় ফেজ টুপি, কপালে হলুদ তিলকের সঙ্গে গলায় খ্রিস্টধর্মের ‘ক্রস’ লকেট ঝুলতে দেখা গিয়েছিল। এবার এর বিরুদ্ধে পদক্ষেপ হলো। ৪০ কোটি টাকার মানহানি মামলা দায়ের হল মাণ্ডির বিজেপি তারকা সাংসদের বিরুদ্ধে। সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী নরেন্দ্র মিশ্র কঙ্গনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করেছেন। মামলাকারী আইনজীবীর দাবি, একজন সাংসদ হয়েও কারও অনুমিত না নিয়ে রাহুল গান্ধীর ছবি বিকৃত করে একটা সমাজ মাধ্যমে শেয়ার করেছেন কঙ্গনা রানাউত। যা তথ্যপ্রযুক্তি আইন লঙ্ঘন করে। এটা গান্ধী পরিবারের ভাবমূর্তিতে কালিমালিপ্ত করার চেষ্টা।
ইতিমধ্যে অভিনেত্রীকে নোটিশ পাঠানো হয়েছে। তবে ঠিক কী লিখেছেন এই সাংসদ? কঙ্গনা লেখেন, “নিজের জাত সম্পর্কে কোনও জ্ঞানগম্যি নেই। দাদু মুসলিম। দিদা পারসি, মা খ্রিস্টান আর ও নিজে তো পাস্তার মধ্যে কারিপাতা ফোড়ন হয়ে জগাখিচুড়ি হওয়ার চেষ্টা করছে। এদিকে উনি সবার জাত জানতে চান। এমন অভদ্রভাবে কী করে তিনি প্রকাশ্যে মানুষকে তাঁদের জাত সম্পর্কে জিজ্ঞাসা করতে পারেন? ছিঃ নির্লজ্জ রাহুল গান্ধী।” এদিন কঙ্গনার এই মন্তব্যের প্রেক্ষিতেই সুপ্রিম কোর্টে জরুরী শুনানির আর্জি জানান আইনজীবী। ইতিমধ্যেই মামলাটি গ্রহণ করা হয়েছে। তবেই প্রথম নয়, এর আগেও রাহুল গান্ধীকে স্ট্যান্ড আপ কমেডিয়ান বলে কটাক্ষ করেছিলেন অভিনেত্রী। সেই ঘটনায়ও তাকে কম সমালোচনার মুখে পড়তে হয়নি।
Discussion about this post