রাজ্যসভার সাংসদ জগদীপ খনকড় বনাম সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন। কদিন আগেই জয়ার একটি মন্তব্যে রাজ্যসভায় হাসির রোল উঠেছিল। হেসেছিলেন ধনকরও। আর শুক্রবার সেই দু’জনকেই দেখা গেল রণংদেহী মেজাজে। এদিন রাজ্যসভার অন্দরে সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন ক্ষেপলেন উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারপার্সন জগদীপ ধনখড়ের উপর। বেশ উত্তপ্ত বাক্য বিনিময়ও হল দুইজনের মধ্যে। ওয়াক আউট করলেন বিরোধীরা। শুক্রবার বক্তব্য রাখতে উঠেই এদিন সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন বলেন, ‘আপনার কথা বলার টোন ঠিক ছিল না।’ এরপরই জগদীপ ধনকার কে ক্ষমা চাওয়ার দাবি জানান জয়া বচ্চন। জয়া বলেন, “আমি একজন শিল্পী। আমি মানুষের দেহের ভাষা বুঝতে পারি। কিন্তু আপনার টোন ঠিক ছিল না।
আমরা আপনার সহকর্মী।” জগদীপ ধনখড় বলেন, “জয়া জি আপনি অনেক খ্যাতি অর্জন করেছেন। কিন্তু প্রত্যেকদিন আমি একই কথা বলতে পারব না। এটা কোনও স্কুল নয়।” জয়া বচ্চনকে কার্যত ভর্ৎসনার সুরে তিনি বলেন, “আপনি যে কেউ হতে পারেন, সেলিব্রিটিও হতে পারেন, কিন্তু ডেকোরাম মানতেই হবে।” ধনকরকে জয়া বলেন, “যে ভাষায় আমাদের সঙ্গে কথা বলছেন আপনি, তা অপমানজনক। আমি একজন শিল্পী, বাচন ভঙ্গি বুঝতে পারি, বডি ল্যাঙ্গুয়েজ বুঝতে পারি, আপনার গলার টোন গ্রহণযোগ্য নয়। আপনি অধ্যক্ষের দায়িত্ব সামলাচ্ছেন ঠিকই কিন্তু আমরাও আপনার সহকর্মী।” এরপরই জয়া বচ্চনকে নিজের চেয়ারে বসার আরজি জানান সাংসদ। ততক্ষণে উত্তপ্ত রাজ্যসভা।
Discussion about this post