রাস্তা সারানো হচ্ছে না। রাজ্যের সরকারি দফতরের বিরুদ্ধে অভিযোগ তুলে তৃণমূল বিধায়কের ধর্নায় বসার হুমকি। হুগলি জেলার সদর শহর চুঁচুড়ার ঘটনা
অলিগলি থেকে বড় রাস্তা। উঁচু-নীচু, বেহাল ও ভাঙাচোরা। দুর্ঘটনা ঘটছে নিত্যদিন। স্থানীয় বাসিন্দারা অভিযোগ জানান চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারকে। অভিযোগ পূর্ত দফতর ও কেএমডিএকে জানিয়েও কিছু হচ্ছে না। এবার বাধ্য হয়ে রাজ্য সরকারি দফতরের বিরুদ্ধে হুমকি বিধায়ক অসিত মজুমদারের।
অভিযোগ পেয়ে পূর্ত দফতরের সঙ্গে কথা বলেন বিধায়ক অসিত। রাস্তায় পাথর ফেলা হয়। রোলার আনা হয়। কাজও শুরু হয়ে যায় জোরকদমে। তবে সেই কাজের আয়ু ছিল মাত্র ১ দিন। অভিযোগ পরের দিনই বন্ধ হয়ে যায় রাস্তা মেরামতি। বিধায়ককে ফের অভিযোগ জানান স্থানীয়রা।
এরপরই ধর্নায় বসার হুঁশিয়ারি দেন বিধায়ক। তিনি সাফ জানান অত্যন্ত নিম্নমানের কাজ হয়েছে। রাস্তায় জল জমে যাচ্ছে। তোলাফটক থেকে সাঁকোমোর প্রায় ছশো মিটার রাস্তা বেহাল রয়েছে। রাস্তা সারাই না হলে ধর্না। হুঁশিয়ারিতে কাজ না হলে আগামীদিনে কি হয় সেটাই এখন দেখার।
Discussion about this post