আর বেশি দূরে নেই ভারতের রাজধানীতে বিধানসভা নির্বাচনের দিন। নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে রাজনৈতিক পরিস্থিতি। এমনকি নির্বাচনের আগে বাংলাদেশ ইস্যু নিয়েও উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের রাজনীতি। ভারতের রাজনৈতিক দল বিজেপির অভিযোগ অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের ভোটে মূলত নির্বাচনী লড়াই জিতেছে আম আদমি পার্টি। এই আবহে দিল্লিকে বাংলাদেশি মুক্ত করার ঘোষণা করলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ২৬ জানুয়ারি রাতে ভারতীয় বার্তাসংস্থা পিটিআই একটি প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
বিজেপি নেতা অমিত শাহ দিল্লী বিধানসভা নির্বাচনের প্রচারণায় গত রবিবার নরেলায় একটি জনসভা অনুষ্ঠিত করেন। এই সভায় তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন।
অমিত শাহ বলেন, “৫ ফেব্রুয়ারি নির্বাচন হবে। নরেলার মানুষ ভোট দেবেন। ভোট গণনা ৮ ফেব্রুয়ারি হবে। এবং ৮ ফেব্রুয়ারি দিল্লী আম আদমি পার্টি থেকে মুক্ত হবে। কেজরিওয়ালের শাসন শেষ হবে।” তার অভিযোগ, কেজরিওয়ালের শাসনে দিল্লী আরো খারাপ অবস্থায় পৌঁছেছে। দিল্লী এখন কাদা জল এবং জলাবদ্ধতার সমস্যায় জর্জরিত।
১০ বছরে দেশের অনেক রাজ্য যেখানে ‘ডাবল ইঞ্জিন’ সরকার গঠন হয়েছে, সেখানে উন্নতির শিখরে পৌঁছেছে, কিন্তু দিল্লী এখন জলাবদ্ধতা, নোংরা জল এবং ময়লা নিয়ে সংগ্রাম করছে,” । স্বরাষ্ট্র মন্ত্রীর দাবি করেন, বিজেপি দিল্লীকে বিশ্বের সেরা রাজধানী বানাবে এবং পরবর্তী নির্বাচনে যদি বিজেপি ক্ষমতায় আসে, তবে তারা অবৈধ বাংলাদেশি অভিবাসী এবং রোহিঙ্গাদের ২ বছরের মধ্যে এই শহর থেকে মুক্ত করবে।
তিনি আরও যোগ করেন “আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, আপনারা বিজেপিকে জয়ী করুন, এবং দুই বছরের মধ্যে আমরা দিল্লীকে অবৈধ বাংলাদেশি অভিবাসী এবং রোহিঙ্গা মুক্ত করব।”
অমিত শাহ, AAP দলকে একাধিক দুর্নীতির অভিযোগে অভিযুক্ত করেন, যার মধ্যে রয়েছে মদ নীতির কেলেঙ্কারি, দিল্লী জল বোর্ড, রেশন বিতরণ, ডিটিসি বাস কেনা এবং স্কুলের শ্রেণীকক্ষ নির্মাণ।
Discussion about this post