মোবাইল রিচার্জের খরচ একধাক্কায় অনেকটাই বেড়েছে। গত ৩ জুলাই থেকে দেশের বৃহত্তম দুই টেলিকম সার্ভিস প্রোভাইডার জিও এবং এয়ারটেল তাঁদের রিচার্জ ট্যারিফ প্ল্যানের খরচ বাড়িয়ে দিয়েছে। পরদিন অর্থাৎ ৪ জুলাই ভোডাফোন-আইডিয়াও একই পথে হেঁটেছে। কিন্তু রাষ্ট্রায়ত্ব টেলিকম সংস্থা বিএসএনএল কিন্তু সেই পথে হাঁটেনি। আসুন দেখে নেওয়া যাক, বিএসএনএলের কয়েকটি সবচেয়ে সস্তার ধামাকাদার রিচার্জ প্ল্যান সম্পর্কে।
চলতি বছরের জুলাই মাসের প্রথম দিকে দেশের সমস্ত বেসরকারি টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থা তাঁদের রিচার্জ প্ল্যানের খরচ বাড়িয়ে দিয়েছে। একেকটি প্ল্যানে ৫০ থেকে ৬০০ টাকা পর্যন্ত বেড়েছে খরচ। ফলে মোবাইল রিচার্জ করতে দশবার চিন্তা করছেন দেশের আম জনতা। নুন আনতে পান্তা ফুরোনো দশা সাধারণ মানুষের। এই পরিস্থিতিতে মোবাইল খরচ বেড়ে যাওয়ায় অনেকেই মোবাইল রিচার্জ বন্ধ করেছেন। এই পরিস্থিতিতে মুসকিল আসান হয়ে এগিয়ে এসেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ব টেলিকম সংস্থা বিএসএনএল। তাঁদের রিচার্জ প্ল্যানগুলি এখনও সাধারণ মানুষের আয়ত্বের মধ্যে। বিএসএনএলের একমাস অথবা তিনমাসের জনপ্রিয় প্ল্যানের দাম শুনে অবাক হচ্ছেন জিও-এয়ারটেল গ্রাহকরাও। ফলে অনেকেই এখন বিএসএনএল দফতরের সামনে লাইন দিচ্ছেন। আসুন এই ফাঁকে জেনে নেওয়া যাক বিএসএনএলের কয়েকটি সস্তার জনপ্রিয় রিচার্জ প্ল্যান সম্পর্কে। দামের তফাত জানলে আপনারও চোখ কপালে উঠবে।
১০৭ এবং ১০৮ টাকার রিচার্জ প্ল্যান
বিএসএনএলের সবচেয়ে সাশ্রয়ী মূল্যের রিচার্জ প্ল্যানটি ১০৭ টাকার। এর বৈধতা ৩৫ দিনের। এই বেসিক প্ল্যানে ২০০ মিনিট ভয়েস কল-সহ ৩জিবি ৪জি ডেটা পাওয়া যায়। একইভাবে নতুন গ্রাহকদের জন্য বিএসএনএল এনেছে একটি অসাধারণ সাশ্রয়ী রিচার্জ প্ল্যান। সেটা ১০৮ টাকার। ফার্স্ট রিচার্জ কুপন নামে এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কল এবং দৈনিক ১জিবি ৪জি ডেটা পাওয়া যাবে। তবে ১০৮ টাকার রিচার্জ প্ল্যানটির বৈধতা ২৮ দিনের।
১৯৭ টাকার রিচার্জ প্ল্যান
বিএসএনএলের ১৯৭ টাকার রিচার্জ প্ল্যানের বৈধতা ৭০ দিন। দৈনিক ২জিবি করে ৪জি ডেটা যেমন পাবেন, তেমনই আনলিমিটেড লোকাল কল করতে পারবেন। তবে ন্যাশনাল রোমিংয়ের ক্ষেত্রে প্রথম ১৫ দিন বিনামূল্যে কল করা যাবে এবং ১০০টি এসএমএস করতে পারবেন বিনামূল্যে করা যাবে।
১৯৯ টাকার রিচার্জ প্ল্যান
বিএসএনএলের ১৯৯ টাকার রিচার্জ প্ল্যানের বৈধতা ৩০ দিনের। আনলিমিটেড ভয়েস কল এবং দৈনিক ২জিবি ৪জি ডেটা পাবেন গ্রাহকরা। সেই সঙ্গে দৈনিক ১০০টি এসএমএস ছাড়াও বেশ কয়েকটি গেমিং অ্যাপ ব্যবহারের সুযোগ পাবেন।
২৪৯ টাকার রিচার্জ প্ল্যান
বিএসএনএলের ২৪৯ টাকার রিচার্জ প্ল্যানের বৈধতা ৪৫ দিনের, অর্থাৎ দেড় মাস। এই প্ল্যানে আপনি আনলিমিটেড ভয়েস কল এবং দৈনিক ২জিবি ৪জি ডেটা ব্যবহার করতে পারবেন। সেই সঙ্গে দৈনিক ১০০টি এসএমএস করার সুযোগ পাবেন। বিএসএনএলের এই রিচার্জ প্ল্যান এয়ারটেল বা জিও-কে টেক্কা দেওয়ার পক্ষে যথেষ্ট। কারণ, ২৪৯ টাকা মূল্যে বেসরকারি এই দুই সংস্থায় এত সুযোগ-সুবিধা পাওয়া যায় না।
৩৯৭ টাকার রিচার্জ প্ল্যান
বিএসএনএলের ৩৯৭ টাকার রিচার্জ করলে আপনি ১৫০ দিনের জন্য নিশ্চিন্ত। কারণ ১৫০ দিনের বৈধতা সম্পন্ন এই প্ল্যানে আপনি পেয়ে যাবেন, আনলিমিটেড ভয়েস কল এবং দৈনিক ২জিবি ৪জি ডেটা। প্রথম ৩০ দিনের জন্য ১০০টি করে এসএমএসের সুবিধা।
এই প্ল্যানগুলি ছাড়াও বিএসএনএলে অসংখ্যা রিচার্জ প্ল্যান রয়েছে যেগুলি আপনি আপনার পছন্দ মতো ব্যবহার করতে পারবেন। সবকটি রিচার্জ প্ল্যানই জিও, এয়ারটেল বা ভোডাফোন-আইডিয়াকে টেক্কা দেওয়ার মতো। এই মুহূর্তে অন্যান্য বেসরকারি টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থা মোবাইল রিচার্জের খরচ বাড়িয়ে দেওয়ার পর অনেকেই তাই রাষ্ট্রায়ত্ব বিএসএনএলের দিকে ঝুঁকছেন। তবে বিএসএনএলে এখনও ৫জি পরিষেবা আনতে পারেনি। কিন্তু সস্তায় ৪জি পরিষেবা এনে বাকিদের কড়া প্রতিযোগিতায় যে ফেলেছে, সে কথা বলাই বাহুল্য।
Discussion about this post