করিশ্মার ডাক নাম কেন লোলো!
নব্বই এর দশকের প্রথম সারির অভিনেত্রী করিশমা।বলিউডে তার দেওয়া অনেক হিট ছবি রয়েছে।চরিত্রের নামের পাশাপাশি তার ডাক নাম টিও বেশ পরিচিত।লোলো নামের কি মানে? কেনই বা তার ডাক নাম রাখা হয় লোলো।এ সব কিছু নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী।
স্পট লাইতে ঘুরে বেড়ানো তারকাদের ব্যক্তিগত জীবন বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে।আর কাপুর পরিবার বলিউডে অন্যতম চর্চিত পরিবার।এই পরিবারের দুই কন্যা করিশ্মা ও করিনা।দুজনেই বলিউডে ভালো জায়গা করে নিয়েছেন।করিনার ডাক নামটিও বেশ মিষ্টি।করিনার ডাক নাম বেবো।কিন্তু করিশ্মার এই ‘লোলো’ নামটা এল কোথা থেকে? নিজেই খোলসা করলেন অভিনেত্রী।
এক সাক্ষাৎকারে করিশ্মা জানান, তাঁর ‘লোলো’ নামটি দিয়েছিলেন তার মা ববিতা।করিশ্মার মা ছিলেন পঞ্চাশের দশকের ইতালিয়ান অভিনেত্রী ও জনপ্রিয় মডেল জিনা লোলোর ভক্ত।এছাড়াও ববিতা সিন্ধি পরিবার থেকে এসেছিলেন।সিন্ধি সম্প্রদায়ের একটি বিশেষ খাবার ‘মিঠি লোলি’।সেটাকেই অনেকেই আবার ‘লোলো’ বলে থাকেন।আর তাই মা ববিতা মেয়ের নাম রেখেছিলেন ‘লোলো ‘।
Discussion about this post