কান চলচ্চিত্র উৎসবে বার্বি লুকে ধরা দিলেন কিয়ারা। প্রতি বছরই ডিজাইনার পোশাক পরে কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে নজর কাড়েন ভারতীয় তারকারা।
সেই তালিকায় রয়েছেন দীপিকা পাড়ুকোন,ঐশ্বর্যা রাই বচ্চন,অনুষ্কা শর্মা, সোনম কর্পূর, সারা আলি খান,অদিতি রাও সহ একাধিক অভিনেতা-অভিনেত্রী।
এবার সুযোগ পেলেন কিয়ারা। প্রথমবার কান এর লাল গালিচায় হাঁটলেন অভিনেত্রী কিয়ারা।ডিজাইনার পোশাকে তিনিও নজর কেড়েছেন।কিয়ারার পরনে ছিল অফশোল্ডার সিল্কের গাউন।গোলাপি রঙের গাউনের পিছনে ছিল গোলাপি রঙের বড় একটি বো।হাতে কালো নেটের গ্লাভস। দেখতে অবিকল বার্বি। কান চলচিত্র উৎসবে প্রথম বার সুযোগ পেয়ে আপ্লুত অভিনেত্রী।
কিয়ারা বলেন, ‘‘আমার জন্য এই সুযোগ খুব সম্মানজনক। আমার কেরিয়ারের এক দশক হতে চলেছে। আমার মনে হয়, অসাধারণ একটা সময় এই প্রাপ্তিটি হল আমার। প্রথম বারের মতো কান চলচ্চিত্র উৎসবে আসতে পেরে এবং রেড সি ফাউন্ডেশন ফর উইমেন ইন সিনেমা কর্তৃক সম্মানিত হতে পেরে আমি আপ্লুত।’’ কিয়ারার সাজ দেখে তার অনুরাগীরা প্রশংসা করেছেন।কিয়ারা কখনই খুব চড়া মেকআপ করেন না। এখানেও একদম হালকা মেকআপে দেখা গেল অভিনেত্রীকে।
Discussion about this post