জুন মালিয়ার প্রথম বিয়েই জীবনের সবথেকে বড়ো ভুল।কাজ করতে বাধা দিয়েছিল প্রথম স্বামী।জুন মালিয়া আজ জনপ্রিয় অভিনেত্রী ও রাজনীতিক।2024 এর লোকসভা নির্বাচনে জোড়াফুলের প্রার্থী জুন।কিন্তু প্রথম জীবনে এত প্রতিপত্তি ছিল না।প্রথম স্বামীর ব্যাপারে এবার মুখ খুললেন অভিনেত্রী।
জুন যখন হাই স্কুলে, তাঁর জীবনে এসেছিল এক যুবক।দেহরাদুনে মাসির বাড়িতে বেড়াতে গিয়েছিল জুন।আর সেখানেই জুনের সঙ্গে পরিচয় সঞ্জীব মালিয়ার।প্রথম দেখায় প্রেমে পড়েছিল জুন।কিন্তু জুনকে অত পাত্তা দেয়নি সঞ্জীব।জুন তখন অনেক ছোটো।মাথায় ভর্তি তেল,দুদিকে বিনুনি।তার এই রূপে একটুও মোহিত হননি সঞ্জীব।জুনের ফোন এ তুলতেন না সঞ্জীব। তাহলে বিয়েটা হলো কিকরে!
বেশ কিছু বছর পর জুন কলকাতায় কলেজে পড়তে এলেন।জুন তখন যুবতী।তার চেহারায় অনেকটা বদল এসেছে।তখন জুনের প্রেমে পরে সঞ্জীব।খুব অল্প বয়েসে বিয়ে হয়ে যায়।জুনের পরিবার প্রথমে মানতে চায়নি।কিন্তু সঞ্জীবের পরিবারের সচ্ছলতা দেখে জুনকে তার হাতে তুলে দেন জুনের বাবা মা।20 বছর বয়েসে বিয়ে ও 22 বছরে মা হলেন জুন।জন্ম হল ছেলে শিবেনের।এরপর মেয়ে শিবাঙ্গিনি এল।
জুন বলেন,তার প্রথম স্বামী চাইতেন না যে জুন কাজ করুক।এরই মধ্যে পরিচালক সুদেষ্ণা রায়ের কাছ থেকে কাজের অফার আসে।যা শুনে সঞ্জীব বলেছিল,”ও তুমি পারবেনা”।আর এই কথাটাই আরো সাহস জুগিয়েছিল জুনকে।জুন বলেছিলেন, “আমার প্রথম স্বামীর ব্যাপারে বলছি বলে ভাববেন না সম্পর্ক নেই বলে নিন্দা করছি। ও আমাকে এক্কেবারে উপরে উঠতে দিতে চাইত না। আমার সাফল্য সহ্য করতে পারত না। অভিনয়ে সাড়া পেতে শুরু করেছিলাম বলে আমাকে নানাভাবে বাধা দিত। কিন্তু আমি থামিনি। একটা সময় বাবার কাছে চলে আসি।”
এরপর জুনের বাবার ক্যান্সার ধরা পরে।জুনের সংসারেও ভাঙ্গন ধরেছিল।ছেলে মেয়েকে নিয়ে বাবার কাছে চলে আসে জুন।সঞ্জীব ও পরে ছেলে মেয়ের দায়িত্ব নিতে চায়নি।সিঙ্গেল মাদার হিসেবে সবটা সামলেছে জুন।2019 সালে দ্বিতীয় বিয়ে করেন জুন।সৌরভ চট্টোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে থাকার পর বিয়ে করেন তারা।এখন সফল অভিনেত্রীর পাশাপাশি রাজনীতির ময়দানেও সমান তালে কাজ করছেন জুন।প্রথম জীবনে অনেক বাধা পেলেও আজ নিজের জীবন নিজের মতো গুছিয়ে স্বস্তিতে রয়েছে জুন।
Discussion about this post