প্রেমের কোনো বয়স হয়না।শুধু কাব্যে বা চলচ্চিত্রেই নয় এবার বাস্তবেও তাই দেখা গেল।এখানে পাত্রের বয়স 100 আর পাত্রী 96 বছর বয়সী।শুনে অবাক হচ্ছেন নিশ্চই।অবাক হওয়ারই কথা।এই বয়সে বিয়ে করছেন তারা।নিউ ইয়র্কের বাসিন্দা হ্যারোল্ড টেরেন্স আর জেনি শার্লিন।
নিঃসঙ্গতা কাটাতে একে অপরের হাত ধরেছেন তারা।হ্যারল্ড যদিও আগে বিয়ে করেছেন।বায়ুসেনায় কাজ করছেন হ্যারোল্ড।বর্তমানে অবসর জীবন কাটাচ্ছেন।চাকরি সূত্রে বেশ কয়েকবছর কাটিয়েছেন ইংল্যান্ডে।এরপর ইউক্রেন, বাগদাদ,তেহরান-সহ বিভিন্ন দেশে ঘুরে ঘুরে কাজ করতে থাকেন।একটা সময় সংসার পেতেছিলেন।দীর্ঘদিনের বন্ধু থেলমা কে বিয়ে করেছিলেন তিনি।এরপর দুই সন্তানের জন্ম দেন তারা।ভালোই চলছিল।কিন্তু মাঝপথে আবার থেলমার জোরাজুরিতেই কাজে ফেরেন হ্যারল্ড।পরিবার ছেরে আবার কাজে যান।এরপর একাই সবটা সামলাচ্ছিলেন থেলমা।2021 এ অবসর নিয়ে আবার ঘরে ফেরেন হ্যারল্ড।কিন্তু তার ফেরার মাস খানেকের মধ্যেই থেলমার মৃত্যু হয়।আবার একা হয়ে গেলেন হ্যারল্ড।জীবনের বেশিরভাগ সময়টাই একা কাটিয়েছেন তিনি।
বয়স ও বাড়ছে।আর এই নিঃসঙ্গ জীবনে দেখা হয় জেনির সঙ্গে।জেনি অবশ্য অবিবাহিত।96 বছর বয়সে হ্যারল্ডকে পাশে পেয়ে তার হাত ও শক্ত হয়েছে।কেউই সিদ্ধান্ত নিতে বেশি দেরি করেনি।বাকি জীবনটা একে অপরের হাত ধরে কাটিয়ে দিতে চান তারা।তাই খুব শিগগিরই সংসার পাততে চলেছেন এই প্রবীণ প্রেমীকযুগল।
Discussion about this post