ইদের দিন নতুন ছবির ঘোষণা করেছিলেন সলমন খান। এ বার ‘সিকন্দর’ ছবিতে অভিনেতার নায়িকার নামও প্রকাশ্যে। এই ছবির মাধ্যমেই এই প্রথম জনপ্রিয় দক্ষিণী পরিচালক এর সঙ্গে কাজ করতে চলেছেন সলমন।
‘সিকন্দর’ ছবিতে নামভূমিকায় অভিনয় করবেন সলমন। ছবিতে তাঁর বিপরীতে থাকছেন রশ্মিকা মন্দানা। গত বছর ‘অ্যানিম্যাল’ ছবিতে অভিনয় করে দ্রুত প্রচারের আলোয় চলে আসেন রশ্মিকা। তাঁকে নিয়ে শুরু হয় চর্চা।
প্রত্যেক বছর ইদে নিজের ছবি নিয়ে আসার চেষ্টা করেন সলমন। কিন্তু এই বছর ইদে মুক্তি পায় অক্ষয় কুমার অভিনীত ‘বড়ে মিঞা ছোটে মিঞা’ ও অজয় দেবগন অভিনীত ‘ময়দান’। ভক্তদের নিরাশ করেননি ভাইজান। তিনি ‘সিকন্দর’-এর ঘোষণা করেন। তার পর থেকেই এই ছবিতে সলমনের নায়িকা কে হবেন, তা নিয়ে কৌতূহল দানা বাঁধে। ২০২২ সালে ‘গুডবাই’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন রশ্মিকা। ‘অ্যানিম্যাল’ তাঁর কেরিয়ারে প্রয়োজনীয় অক্সিজেন জুগিয়েছে। ছবিতে রণবীর কপূরের সঙ্গে তাঁর রসায়নও দর্শকদের পছন্দ হয়েছিল। এ বার সলমনের সঙ্গে তাঁর জুটি কী চমক হাজির করে দেখা যাক।
রশ্মিকা (২৮) এবং সালমানের (৫৮) মধ্যে বয়সের ৩০ বছরের ব্যবধান নিয়ে অনেকেই ট্রোলও করছেন, তবে এতে কুছ পরোয়া নেই ভাইজান ভক্তদের। বলিউডের একটা বড় অংশের দাবি অভিনেত্রীর কেরিয়ারের অন্যতম বড় মাইলস্টোন হতে চলেছে সিকান্দর, এই প্রথম কোনও খানের ছবির নায়িকা রশ্মিকা। বৃহস্পতিবার সমাজমাধ্যমে সুখবরটি ভাগ করে রশ্মিকা লেখেন, ‘আপনারা আমার পরবর্তী কাজের জন্য বহু দিন অপেক্ষা করছিলেন। আমি ‘সিকন্দর’-এর অংশ হতে পেরে সত্যিই কৃতজ্ঞ।’
এক উচ্ছ্বসিত ভক্ত টুইট করেছেন, ‘সিকান্দরে মেগাস্টার সলমনের নায়িকা রশ্মিকা, নিঃসন্দেহে ২০২৫-এর সবচেয়ে বড় হিট হতে চলেছে এই ছবি।’, অন্য একজন ভক্ত লেখেন, ‘ছবির কাস্টিং নিয়ে সত্যিই খুশি, আশা করছি অনান্য চরিত্রেও পছন্দের তারকারা থাকবেন’। জানিয়ে রাখি, এই ছবির গানের দায়িত্ব সামলাচ্ছেন প্রীতম। সুতরাং আরও একবার সলমনের ছবিতে অরিজিতের গান থাকার সম্ভাবনা তুঙ্গে।
Discussion about this post