এবার কি প্রাক্তনের কাছে ফিরে যাবেন রাখি! রাখি সাওয়ান্ত এর প্রাক্তন স্বামী রিতেশ।সম্প্রতি তাদের একসাথে দেখা গেছে।বর্তমানে আদিলের সঙ্গে আইনি লড়াই চলছে রাখির।রিতেশ কে ডিভোর্স দিয়েই আদিলকে বিয়ে করেছিল রাখি।বিয়ের পর বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত থাকার অভিযোগ ওঠে আদিলের বিরুদ্ধে। তারপর থেকেই রাখির সঙ্গে তাঁর সম্পর্কে অবনতি হতে শুরু করে। আদিলের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানান রাখি। ২০২৩-এর ৭ ফেব্রুয়ারি আদিলকে গ্রেফতার করে পুলিশ।তারপর পাঁচ মাস হাজতবাস হয় আদিলের।কিছুদিন আগে রাখির বিরুদ্ধে অভিযোগ তোলেন আদিল।আদিলের অস্লীল ভিডিও ভাইরাল করার অভিযোগ রয়েছে রাখির বিরুদ্ধে।আগাম জামিনের আবেদন করে সুপ্রিম কোর্টের দারস্থ হয় রাখি।ওদিকে আগাম জামিন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। এবং চার সপ্তাহের মধ্যে রাখিকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে মুম্বই পুলিশ।ইনস্টাগ্রামে আদিল পোস্ট করে বলেন, “এর মানে খুব সহজ, প্রথমে আপনাকে জেলে যেতে হবে, তারপরই জামিন মিলবে”। এর মধ্যেই রীতেশ এবং রাখিকে একসঙ্গে দেখলেন পাপারাৎজিরা।সেই ছবি ফ্রেমবন্দীও করেছেন তাঁরা।
শুধু তাই নয়, আদিল রাখির নামে মিথ্যে কথা বলছে বলেও প্রশ্ন তোলেন রীতেশ। তিনি বলেন, “আদিল মিথ্যা কথা বলছেন। আদালতের রায় নিয়ে যা বলছেন, তার কোনও প্রমাণ নেই। মিডিয়ায় গিয়ে এসব আজগুবি খবর ছড়াচ্ছেন”। রাখিকে খুব শীঘ্রই গ্রেফতার করা হবে বলে মন্তব্য করেছিলেন আদিল। তার প্রতিক্রিয়ায় রাখি বলছেন, “আমি ভারতে থাকা উপভোগ করছি”। তাহলে কি এবার প্রাক্তন স্বামী রিতেশ কে পাশে পেয়েছেন রাখি!এই জলপনা চলছে নেটমহলে।
Discussion about this post