হঠাৎ বিয়ের সমস্ত ছবি নিজের সোশ্যাল মিডিয়া থেকে মুছে দিলেন অভিনেতা রণবীর সিংহ।তাহলে কী এবার ঘর ভাঙছে দীপিকার?নেটিজেনরা জল্পনা শুরু করে দিয়েছেন এই নিয়ে।বলিউড এর চর্চিত কাপল রণবীর দীপিকা।তাদের প্রেম থেকে বিয়ে সবকিছু নিয়েই চর্চা হয়।সবসময় একসাথে দেখা যায় দুজনকে।দীপিকাকে নিজের ঘরের লক্ষী মনে করেন রণবীর।তাহলে হঠাৎ কী হল যে সব ছবি সোশ্যাল মিডিয়া থেকে মুছে দিলেন রণবীর।এবার বিবাহবিচ্ছেদ নিয়ে মুখ খুললেন রণবীর।
তিন বছর আগে দীপিকাও নিজের সোশ্যাল মিডিয়া থেকে সমস্ত ছবি সরিয়ে দিয়েছিলেন।তখনও বিচ্ছেদের জল্পনা শুরু হয়েছিল।এবার রণবীর ও তাই করলেন।তাহলে কী সম্পর্কের ইতি টানতে চলেছেন রণবীর!
সম্প্রতি এক গয়নার ব্র্যান্ডের অনুষ্ঠানে এসেছিলেন রণবীর।সেখানেই সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি।সেখানেই রণবীরকে জিজ্ঞেস করা হয় তার সবচেয়ে পছন্দের গয়না কী? উত্তরেই রণবীর বলেন,বিয়েতে দীপিকার দেওয়া আংটি তাঁর সব চেয়ে প্রিয় গয়না। হাত তুলে সেই আংটিও দেখান তিনি।আর এখানেই সব জল্পনা শেষ হয়ে যায়।যদি বিচ্ছেদ ই করতে হয় তাহলে কেন বিয়ের আংটি রয়েছে রণবীরের আঙ্গুলে! আর কেনই বা প্রিয় গয়না বলতেই দীপিকার উপহারের কথা মাথায় এল রণবীরের !এর মানে একটাই,দুজনে ভালোই আছে।কোনো বিচ্ছেদ নয় বরং চুটিয়ে সংসার করছে দীপিকা রণবীর।
Discussion about this post